Advertisment

Suryakumar Yadav-Duleep Trophy: ১৮ দিন পরেই শুরু ভারত-বাংলাদেশ সিরিজ! ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া

Suryakumar Yadav to miss Duleep Trophy 2024: বিসিসিআই সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে দলীপ ট্রফির জন্য পাওয়া যাবে না সূর্যকুমার যাদবকে। তাঁর আঙুলে চোট রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND, BAN, ভারত, বাংলাদেশ

Suryakumar Yadav-Duleep Trophy: দলীপ ট্রফিতে রুতুরাজ গায়কোয়াড়ের অধীনে সূর্যকুমার যাদব গ্রুপ সি দলে রয়েছেন। তিনি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট-এর দলেও রয়েছেন। (এক্স/সূর্যকুমার যাদব)

Suryakumar Yadav, Duleep Trophy: দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলবেন না সূর্যকুমার যাদব। বিসিসিআই সূত্রে নিশ্চিত করা হয়েছে যে সূর্যকুমার যাদব দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলবেন না। অনন্তপুরে ৫-৮ সেপ্টেম্বর, দলীপ ট্রফির প্রথম রাউন্ডের খেলায় সূর্যকুমার যাদবের ইন্ডিয়া ডি-এর বিরুদ্ধে ইন্ডিয়া সি-এর হয়ে খেলার কথা ছিল। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলের ব্যাটার সূর্যকুমার যাদব গত সপ্তাহেই হাতে চোট পেয়েছেন। সেই কারণেই ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফির প্রথম রাউন্ডে তিনি খেলবেন না।

Advertisment

ডানহাতি সূর্যকুমার যাদব, টিএনসিএ একাদশের বিরুদ্ধে কোয়েম্বাটোরে বুচিবাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে ফাইনাল খেলেছেন। চোটের কারণে প্রতিযোগিতার শেষ দিনের খেলা তিনি মিস করেন। সূর্যকুমার সম্পর্কে বিসিসিআই জানিয়েছে, দলীপ ট্রফি প্রতিযোগিতায় ৫-৮ সেপ্টেম্বর, প্রথম রাউন্ডের খেলায় অনন্তপুরে ইন্ডিয়া ডি-এর বিরুদ্ধে ইন্ডিয়া সি-এর হয়ে খেলার কথা ছিল সূর্যকুমার যাদবের। কিন্তু, চোট লাগায় তিনি খেলতে পারবেন না। বদলে সূর্যকুমার যাদব বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিপোর্ট করেছেন। সেখানে তাঁকে চোট থেকে সারিয়ে তোলার চেষ্টা চলবে।

আরও পড়ুন- বিদেশে গিয়ে ধোনির নাম ডুবিয়ে একাকার! অভিনেত্রীর ছবি পোস্ট করতেই ধরা পড়লেন বউ সাক্ষী

দলীপ ট্রফির অন্য ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এ এবং ভারত বি মুখোমুখি হবে। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ রয়েছে। সেখানেও সূর্যকুমার যাদব ভারতীয় দলে ফিরতে পারেন। এমনটাই আপাতত মনে করা হচ্ছে। তবে, সবকিছুই নির্ভর করবে তাঁর চোট কতটা, তার ওপর। সূর্যকুমার যাদব ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যই শুধু নন। তিনি ভারতীয় টি২০ দলেরও অধিনায়ক। টি২০ ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। 

দলীপ ট্রফির প্রথম রাউন্ড শেষের পরই বাংলাদেশ সিরিজের স্কোয়াড বেছে নেবেন বিসিসিআইয়ের নির্বাচকরা। বুচিবাবু ট্রফির প্রথম ইনিংসে সূর্যকুমার যাদব দারুণ শুরু করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত তিনি মাত্র ৩০ রান করেন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার এখনও পর্যন্ত টেস্ট খেলেছেন মাত্র একটা। সেই কারণে বাংলাদেশ সিরিজে তিনি চোট সারিয়ে সুযোগ পেলে, তাঁর কেরিয়ারে টেস্ট ম্যাচ খেলার সংখ্যা বাড়বে। কিন্তু, সেটা কতটা সম্ভব হবে, তা নির্ভর করবে সূর্যকুমারের চোটের ওপর।

Suryakumar Yadav BCCI Duleep Trophy Bangladesh Cricket Team
Advertisment