Advertisment

পাক-বাংলা টেস্টে মাছি তাড়াচ্ছে স্টেডিয়াম, দর্শক ফেরাতে 'নতুন অফার' পাক বোর্ডের

PAK vs BAN 2nd test: চলতি পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজে দর্শক আসন ফাঁকাই থাকছে, এর জন্য প্ৰথম টেস্টের শেষ দু-দিন বিনামূল্যে মাঠে প্রবেশের ঘোষণা করেছিল পিসিবি। এবারে ছাত্রদের বিনামূল্যে প্রবেশে সিলমোহর দিল পাক বোর্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
 Pakistan, Bangladesh, পাকিস্তান, বাংলাদেশ,

Pakistan-Bangladesh: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৩০ অগাস্ট থেকে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু হবে। (ছবি- টুইটার)

Pakistan vs Bangladesh 2nd test at Rawalpindi: পাকিস্তান বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পড়ুয়াদের বিনামূল্যে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ দিচ্ছে। এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে যে ছাত্ররা ৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিনামূল্যে দেখতে পাবে। তরুণ প্রজন্মকে ক্রিকেটের ব্যাপারে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত বলেই পাকিস্তান বোর্ড দাবি করেছে। 

Advertisment

পিসিবির এই উদ্যোগে পড়ুয়ারা লাইভ ক্রিকেট ম্যাচের রোমাঞ্চকর পরিবেশের সাক্ষী হতে পারবে। পাক শিক্ষার্থীদের এই সুবিধা প্রথমবার দিল পিসিবি। এই সুবিধা নিতে শিক্ষার্থীদের স্কুলের ইউনিফর্ম পরতে হবে। প্রবেশের গেটে একটি বৈধ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। তাহলেই তারা ইমরান খান এবং জাভেদ মিয়াঁদাদ এনক্লোজার-সহ ভিআইপি এনক্লোজারে প্রবেশ করার সুযোগ পাবে। এছাড়াও শিক্ষার্থীরা মিরান বক্স, শোয়েব আখতার, সোহেল তানভির এবং ইয়াসির আরাফাত এনক্লোজারের মতো প্রিমিয়াম এনক্লোজারে বসেও খেলা দেখতে পারবে।

পিসিবি মনে করছে, এতে পাকিস্তানের নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়বে। বাংলাদেশ বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম ম্যাচে টাইগাররা ১০ উইকেটে জিতেছে। এই সিরিজটি চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর অংশ। এই সিরিজে দেওয়া বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের অফারটি শুধুমাত্র ছাত্রদের জন্যই থাকবে। অন্যান্য ক্রিকেট অনুরাগীদের টিকিট কিনেই মাঠে প্রবেশ করতে হবে। PCB.tcs.com.pk-এ PCB-এর অফিসিয়াল টিকিট পার্টনারের মাধ্যমে বা এভিয়েশন গ্রাউন্ড, রাওয়াল রোড এবং নির্বাচিত TCS এক্সপ্রেস কেন্দ্রগুলো থেকে নির্ধারিত মূল্যে স্বশরীরে বা অনলাইনে টিকিট কেনা যাবে। প্রিমিয়াম এনক্লোজার টিকিটের মূল্য ২০০ পিকেআর (PKR), ভিআইপি (VIP) এনক্লোজারের টিকিটের দাম সপ্তাহের কর্মদিবসের দিনগুলোতে ৫০০ পিকেআর (PKR) এবং সপ্তাহান্তে ৬০০ পিকেআর (PKR) রাখা হয়েছে। 

যাঁরা বেশ আরামে খেলা দেখতে চান, তাঁরা গ্যালারি পাস নিতে পারেন। এই পাস নিলে মধ্যাহ্নভোজন পাবেন। চা-ও পাবেন। এই পাসের মূল্য ২,৮০০ পিকেআর (PKR)। প্ল্যাটিনাম বক্সে বসে খেলা দেখলে প্রিমিয়াম ভিউ এবং রিফ্রেশমেন্ট পাবেন। প্ল্যাটিনাম বক্সের টিকিটের দাম ১২,৫০০ পিকেআর (PKR)।  পরিবার নিয়ে আতিথেয়তা বক্স-এ বসে ক্রিকেট দেখতে হলে দিতে হবে ২,০০,০০০ পিকেআর (PKR)।

আরও পড়ুন- জয় শাহের সাফল্যে অনেকেরই হিংসা হচ্ছে! নাম না করে বোমা ফাটালেন সুনীল গাভাসকার

স্টেডিয়ামে সহজে প্রবেশের সুবিধার্থে, পিসিবি (PCB) ম্যাচের দিনগুলোতে একটি বিনামূল্যে শাটল বাস পরিষেবাও দেবে। এই শাটল বাসের দুটি রুট চালু থাকবে: একটি এভিয়েশন গ্রাউন্ড, রাওয়াল রোড থেকে আল্লামা ইকবাল পার্কের প্রবেশদ্বার পর্যন্ত। আরেকটি সরকারি স্যাটেলাইট টাউন কলেজ ফর বয়েজ, ৬ষ্ঠ রোড থেকে স্টেডিয়ামের প্রবেশদ্বার পর্যন্ত। এই পরিষেবার লক্ষ্য স্টেডিয়ামে খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের পরিবহণ সমস্যা মেটানো, আর দর্শকদের কাছে ক্রিকেট ম্যাচ দেখাকে মসৃণ এবং উপভোগ্য করে তোলা।

Test cricket Cricket News Bangladesh Cricket Pakistan Cricket Team Bangladesh Cricket Team Pakistan Cricket
Advertisment