Pakistan vs England 3rd Test Live Streaming: রাওয়ালপিন্ডিতে তৃতীয় তথা শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। মুলতানের ফ্ল্যাট পিচে প্রথম টেস্টে ইংল্যান্ডের ম্যারাথন ব্যাটিং পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল। যার জেরে পাক দল থেকে দলের সিনিয়র তারকা বাবর আজম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি বাদ গেছেন। তাতে পাকিস্তানের খারাপের বরং ভালোই হয়েছে। একই মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়েছে শান মাসুদের দল।
গত সপ্তাহে পাকিস্তানের জয়ের স্থপতি নোমান আলি ও সাজিদ খানের স্পিন এবার তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে। পাশাপাশি, গত ম্যাচের সেঞ্চুরিয়ান কামরান গুলামকেও সামলাতে হবে ইংল্যান্ডের বোলারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের লক্ষ্যে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারালে পাকিস্তানের পয়েন্ট যেমন বাড়বে। তেমনই, ঘরের মাঠে প্রতিবেশী দেশের দীর্ঘদিনের হতাশাজনক ফলাফলেরও অবসান ঘটবে।
পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট কোথায় হচ্ছে?
পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট কবে খেলা হবে?
পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ২৪ অক্টোবর, বৃহস্পতিবার শুরু হবে।
পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ক'টায় শুরু হবে?
পাকিস্তান-ইংল্যান্ড ৩য় টেস্ট ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০.৩০-এ শুরু হবে।
কোথায় দেখবেন পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট?
পাকিস্তান-ইংল্যান্ড ৩য় টেস্ট ভারতে ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ-স্ট্রিম করা হবে।
পাকিস্তান বনাম ইংল্যান্ড স্কোয়াড
পাকিস্তান স্কোয়াড: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, আমের জামাল, নোমান আলি, সাজিদ খান, জাহিদ মাহমুদ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ আলি, মির হামজা, মহম্মদ হুরায়রা, মেহরান মমতাজ।
আরও পড়ুন- টি২০-তে রানের বিশ্বরেকর্ড! পাহাড়প্রমাণ স্কোরে হিমালয়ের রাষ্ট্রকে হারাল আফ্রিকার দেশ
ইংল্যান্ড স্কোয়াড: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ, শোয়েব বশির, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, অলি স্টোন, ক্রিস ওকস, জর্ডান কক্স।