Zimbabwe as team scores highest total: মাত্র ৪ উইকেটে ৩৪৪ রান। তা-ও আবার টি২০ ম্যাচে। আর, এর দৌলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল গাম্বিয়াকে হারিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল। আইসিসির পুরুষ টি২০ বিশ্বকাপে আফ্রিকা সাব রিজিয়নের কোয়ালিফায়ার গ্রুপ বি ম্যাচে এই বিশ্বরেকর্ড গড়ল জিম্বাবুয়ে। ম্যাচে মাত্র ৫৪ রান করেছে জিম্বাবুয়ে। যার ফলে, আফ্রিকার দেশটি এই ম্যাচ ২৯০ রানের ব্যবধানে জিতেছে। ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করে, 'ম্যান অফ দ্য ম্যাচ' হন সিকান্দার রাজা। তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়েন তাদিওয়ানাশে মারুমনি। তিনি ১৯ বলে করেন ৬২ রান। পরে রাজা আর ক্লাইভ মাদান্ডে পার্টনারশিপ গড়েন। মাদান্ডে ১৭ বলে করেন অপরাজিত ৫৩ রান।
এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে সিকান্দার রাজা, রোহিত শর্মার দ্রুততম টি২০ সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে দিলেন। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন রাজা। ১৩৩ করতে তিনি ৭টি চার এবং ১৫টি ছক্কা মারেন। গাম্বিয়ার সর্বোচ্চ স্কোরার, আন্দ্রে জারজু। তিনি ১২ বলে অপরাজিত ১২ রান করেন। গাম্বিয়ার হয়ে একমাত্র জারজুই দুই অঙ্কের গন্ডি পেরিয়েছেন। ফ্রাঙ্ক ক্যাম্পবেল ও আসিম আশরাফ মাত্র সাত রান করে গাম্বিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন।
আরও পড়ুন- কোথায় দেখবেন পুনে টেস্ট? ভারত-নিউজিল্যান্ডের ধুমধাড়াক্কা দেখতে নজর রাখুন এখানে
জিম্বাবুয়ের হয়ে ব্র্যান্ডন মাভুতা ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রিচার্ড নাগারভা ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। জিম্বাবুয়ের এই বিরাট রান নেপালের করা আগের রেকর্ড ভেঙে দিল। ২০২৩ সালে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। সেটাই ছিল আন্তর্জাতিক ২০ ক্রিকেটে এতদিন পর্যন্ত সর্বোচ্চ রান।