Advertisment

Shaheen Afridi insults Babar Azam: সকলের সামনেই বাবরকে মারাত্মক অপমান আফ্রিদির! দুই তারকার সংঘাতে বেনজির দৃশ্য ইংল্যান্ড টেস্টে, দেখুন

Shaheen Afridi vs Babar Azam: যে নামে কুখ্যাত বাবর আজম, সেই নাম ধরেই প্রকাশ্যে ক্ষেপানোর চেষ্টা আফ্রিদির। দুই তারকার সংঘাতে তুঙ্গে উঠেছে পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ বিতর্ক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shaheen Afridi, Babar Azam, শাহিনশাহ আফ্রিদি, বাবর আজম,

Shaheen Afridi vs Babar Azam: পাকিস্তান ক্রিকেটের দুই ভরসা শাহিন আফ্রিদি ও বাবর আজম। (ছবি-টুইটার)

Shaheen Afridi Insulting Babar Azam: ইংল্যান্ড টেস্ট চলাকালীন মাঠেই বিশ্বখ্যাত খেলোয়াড় বাবর আজমকে তীব্র অপমান করলেন পাকিস্তান দলের অন্যতম ভরসা শাহিন আফ্রিদি। বাবর আজমের সমালোচকরা তাঁকে 'জিমবাবর' বা 'জিম্বু' বলে ডাকে। কারণ তাঁদের অভিযোগ, জিম্বাবুয়ের মত দলের বিরুদ্ধেই বাবর আজমের যত সাফল্য। এবার খেলা চলাকালীন মাঠেই বাবর আজমকে 'জিম্বু' বলে ডাকতে দেখা গেল তাঁরই সতীর্থ তথা পাকিস্তান দলের অন্যতম ভরসা শাহিন আফ্রিদিকে।   

Advertisment

অন্যতম বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজম বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই। প্রায় দুই বছর আগে, ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে একটি টেস্ট-এ তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬১ রান করেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত সেঞ্চুরি পাননি। বর্তমানে পাকিস্তান সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বাবর প্রথম ইনিংসে ৩০ এবং দ্বিতীয় ইনিংসে ৫ রান করেছেন। ফলে, সমালোচকদের তাঁর বিরুদ্ধে কটূক্তি তুঙ্গে উঠেছে। 

তার মধ্যে মাঠেই সতীর্থ শাহিন আফ্রিদিকে দেখা গেল বাবরকে 'জিম্বু' বলে ডাকতে। বাবর যাতে তাঁকে চিনতে না পারেন, সেজন্য মুখটা হাত দিয়ে আড়াল করেও 'জিম্বু' বলে ডাকতে দেখা গেল আফ্রিদিকে। বাবর এই কটাক্ষটা শুনলে খেপে যান। ঘরোয়া ক্রিকেট চলার সময় গ্যালারি থেকে কয়েকজন যুবক তাঁকে ওই নামে কটাক্ষ করায় তিনি রেগে গিয়ে ওই যুবকদের বোতল ছুড়ে মারতে পর্যন্ত গিয়েছিলেন। 

এই নিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, সেই ভিডিওতে শব্দ না থাকায় শাহিন আদৌ বাবরকে 'জিম্বু' বলে ডেকেছেন কি না, তা শোনা যায়নি। কিন্তু, তাঁর মুখের ভঙ্গিমা এবং আচরণ ভিডিওতে স্পষ্ট বুঝিয়েছে যে তিনি বাবরকে 'জিম্বু' বলেই ডাকছেন।

এমনিতে পাকিস্তান ক্রিকেট দলে বাবর আজম ও শাহিন আফ্রিদির মধ্যে সম্পর্কটা কোনওকালেই ভালো ছিল না। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের আগে শাহিনকে পাকিস্তানের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বদলে ফের বাবরকে অধিনায়ক করা হয়েছিল।   

আরও পড়ুন- চোখের জলে ভাসিয়ে দিলেন মনের ঠিকানা! টাটার মৃত্যুর খবর পেয়েই ভেজা চোখে শিল্পপতির বাড়িতে শচীন

বাবর অবশ্য সম্প্রতি ফের দায়িত্ব থেকে সরে গিয়েছেন। কিন্তু, পাকিস্তান এখনও তাঁর স্থায়ী বদলির নাম ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মূলতান টেস্ট-এ ইংল্যান্ডের কাছে হারের মুখে পাকিস্তান। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৬৭ রানের লিড নিয়েছে। হ্যারি ব্রুক করেছেন ৩১৭ রান। জো রুট করেছেন ২৬২ রান। এর সুবাদে সাত উইকেটে ইংল্যান্ড তুলেছে ৮২৩ রান। যার ফলে, ২৬৭ রানের লিড এসেছে। 

pakistan England Test cricket Babar Azam Shaheen Afridi
Advertisment