Rinku Singh, IND vs BAN: শিল্পপতি রতন টাটার সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বুধবারই প্রয়াত হয়েছেন অশীতিপর রতন টাটা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রতন টাটার সঙ্গে ছবি পোস্ট করে এবার চোখের জলে এই সমাজসেবী-শিল্পপতিকে বিদায় জানালেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকার। টাটার কোলাবার বাসভবনেও গিয়েছিলেন শচীন। সেখানেও তিনি রতন টাটাকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা বুধবার রাতে ৮৬ বছর বয়সে মারা গিয়েছেন। সেই খবর জানার পর টাটার প্রতি শ্রদ্ধা জানাতে শচীন বৃহস্পতিবার সকালে তাঁর কোলাবার বাসভবনে যান। রতন টাটা, টাটা গ্রুপের ব্যবসা ভারতের বাইরেও প্রসারিত করেছিলেন। শিল্পজগতের পাশাপাশি তিনি অসংখ্য সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। যার জন্য দেশবাসীর কাছে তাঁর সম্মান আকাশছোঁয়া।
সেই রতন টাটার প্রতি শ্রদ্ধা জানিয়ে শচীন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, 'জীবনের পাশাপাশি তাঁর মৃত্যুতেও রতন টাটা দেশবাসীকে নাড়িয়ে দিয়ে গিয়েছেন। আমি তাঁর সঙ্গে সময় কাটিয়ে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করছি। কিন্তু, যে লক্ষ লক্ষ মানুষ তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাননি, তাঁরাও রতন টাটার মৃত্যুতে একইরকম দুঃখপ্রকাশ করছেন। এমনটাই ছিল তাঁর প্রভাব। তাঁর পরোপকার, প্রাণীদের প্রতি ভালোবাসা, দেখিয়েছিল যে অবলাদের সেবা করাই জীবনে অগ্রগতির লক্ষণ। শান্তিতে থাকুন, মিস্টার টাটা। আপনি যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন, যে মূল্যবোধ আপনি নিজের জীবনে বহাল রেখেছিলেন, তা আপনার উত্তরাধিকারের মাধ্যমে বেঁচে থাকবে।'
আরও পড়ুন- হাসিনা নেই, ক্ষমা চেয়ে এবার বাঁচার চেষ্টা সাকিবের! ফেসবুকে পিঠ বাঁচাতে বিস্ফোরক সাকিব
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন যে টাটার শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। দেশ এবং দেশের অর্থনীতিতে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে রতন টাটাকে এই সম্মান দেওয়া হবে। টাটার মৃতদেহ দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এর লনে রাখা আছে। যাতে জনসাধারণ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন। এছাড়া নরিমান পয়েন্টেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে জনসাধারণ টাটার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, মহারাষ্ট্রের সরকারি অফিসগুলোতে বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।