/indian-express-bangla/media/media_files/2025/03/26/r0PjI9HpFO9RCAPVZonX.jpg)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ হেরে গেল পাকিস্তান Photograph: (Twitter - Pakistan Cricket)
PAK vs NZ: পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) আপাতত নিউজিল্যান্ড ( New Zealand Cricket Team) সফরে রয়েছে। দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ (T20) সিরিজ আয়োজন করা হয়েছিল। সিরিজের পঞ্চম ম্যাচটি বুধবার অর্থাৎ ২৬ মার্চ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল কিউয়ি ব্রিগেডের হাতে কার্যত দুরমুশ হয়ে গেল। এই সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান ১-৪ ব্যবধানে হেরে গিয়েছে। সিরিজের অন্তিম তথা পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করা হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও পাক ক্রিকেট দলের কপাল খুলল না।
পাকিস্তান করেছিল ১২৮ রান
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে। শুরুটা বেশ খারাপই করেছিল পাকিস্তান। কারণ দলের ওপেনিং ব্যাটার হাসান নওয়াজ ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। অন্যদিকে, মহম্মদ হ্যারিস ১৭ বলে মাত্র ১১ রান করে আউট হয়ে যান। এরপর তিন নম্বরে ব্যাট করতে আসেন ওমর ইউসুফ। কিন্তু, তিনিও আশা জাগাতে পারলেন না। মাত্র ৭ রান করেই তাঁকে ফিরে যেতে হয়। চার নম্বরে ব্যাট করতে নেমে সলমান আলি আগা ৩৯ বলে ৫১ রান করেন। এছাড়া শাদাব খান ২০ বলে ২৮ রান করেছেন।
লক্ষ্য অর্জন করে নিউজিল্যান্ড
১২৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করেন। ওপেনার টিই সেইফার্ট ৩৮ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন। এরমধ্যে ১০ ছক্কা এবং ৬ বাউন্ডারি রয়েছে। অন্য়দিকে, ফিন অ্যালেন ১২ বলে ২৭ রানের একটা ধামাকাদার ইনিংস উপহার দেন। নিউজিল্য়ান্ড ১০ ওভারেই টার্গেট হাসিল করে নেয়। এই ম্যাচে তারা ৮ উইকেটে জয়লাভ করেছে। ৫ ম্যাচের এই সিরিজে পাকিস্তান কেবলমাত্র দ্বিতীয় ম্যাচটা জিততে পেরেছিল। বাকি চারটে ম্যাচ তারা হেরে যায়।
৫ উইকেট শিকার করলেন জেমস নিশাম
নিউজিল্যান্ডের এই জয়ের পিছনে সিংহভাগ কৃতিত্ব রয়েছে জেমস নিশামের। কারণ দেশের মাটিতে তিনি বল হাতে কার্যত ভয়ঙ্কর হয়ে ওঠেন। ২ ওভারে মাত্র ২২ রান দিয়ে তিনি ৫ উইকেট শিকার করেছেন। এছাড়া জেকব ডাফি ২ উইকেট শিকার করেন। পাকিস্তানের হয়ে সুফিয়া মুকিম ২ উইকেট শিকার করেছেন।
ম্যাচের শেষে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আঘা বললেন, 'ওরা অসাধারণ খেলেছে। আমরা এই সিরিজে বেশ কয়েকটা ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। হাসান ভাল ব্যাট করেছে। সুফিয়ানও বেশ ভাল খেলেছে... আমরা যখন এখানে এসেছিলাম, খুব ভাল করেই জানতাম আমাদের দলের অধিকাংশ ক্রিকেটারই তরুণ। আমাদের লক্ষ্য হল এশিয়া কাপ এবং বিশ্বকাপ।'
তিনি আরও যোগ করেন, 'ওদের আরও ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। তাহলে আরও বেশি করে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলাম। কিন্তু, সিরিজ হেরে যাওয়ার পর এই কথাগুলোর কোনও গুরুত্ব থাকে না। আশা করছি, আসন্ন ওয়ানডে সিরিজে আমরা ভাল পারফরম্যান্স করতে পারব। ওই ফরম্যাটটা একেবারে আলাদা। আমরা ভাল পারফরম্যান্স করতে পারব।'