/indian-express-bangla/media/media_files/2025/05/22/oCeYuD9GqQQZ4sbnNiyj.jpg)
Pakistan Cricket Team: বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং পেসার শাহিন শাহ আফ্রিদি
Pakistan Announces T20 Squad for Bangladesh Series: যার ভয় ছিল তাই-ই হল। নতুন কোচ এসেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটালেন পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তান আসন্ন T20 সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ১৬ প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করেছে। তিন ম্যাচের এই সিরিজ থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। টিমকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান সলমান আলি আঘা, আর অলরাউন্ডার শাদাব খান হবেন সহ-অধিনায়ক।
অভিজ্ঞ ক্রিকেটার ফখর জামান, হারিস রাউফ ও নাসিম শাহকেও দলে নেওয়া হয়েছে, তবে বাবর, রিজওয়ান ও শাহিনের জায়গা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের (PSL) পারফরম্যান্সের ভিত্তিতে এই দল বেছে নেওয়া হয়েছে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন সাইম আয়ুব
পাকিস্তান দলে (Pakistan Cricket Team) শক্তি যোগাবে ইনজুরি কাটিয়ে ফিরে আসা আক্রমণাত্মক ব্যাটসম্যান সাইম আয়ুব। দক্ষিণ আফ্রিকা সফরের সময় ফিল্ডিং করতে গিয়ে তাঁর গোড়ালিতে চোট লাগে, যার ফলে তিনি ফেব্রুয়ারির দ্বিতীয় টেস্টের পর দল থেকে ছিটকে যান। তবে এবারের পিএসএল মরশুমে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন।
আরও পড়ুন বজ্রপাতের আশঙ্কা পাকিস্তান টিমে! নয়া কোচের দাবি ঘিরে তুমুল হইচই
পিএসএল পারফরম্যান্সে সুযোগ পেলেন সাহিবজাদা ফারহান
২৯ বছর বয়সী ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১৮ সালের পর প্রথমবার T20 দলে ডাক পেয়েছেন। তিনি ১০ ম্যাচে ১৫৪.৫০ স্ট্রাইক রেটে ৩৯৪ রান সংগ্রহ করেছেন, যা পিএসএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে অন্যতম।
নতুন কোচের অধীনে প্রথম সিরিজ
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ হবে নতুন পাকিস্তানি কোচ মাইক হেসনের প্রথম দায়িত্বপূর্ণ সিরিজ। সিরিজের সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
আরও পড়ুন ২২০ কোটি টাকার ধাক্কা! ভারত এশিয়া কাপে না থাকলে 'ভাতে মরবে' পাকিস্তান! কীভাবে জেনে নিন
পাকিস্তান স্কোয়াড:
সলমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রাউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ ওয়াসিম জুনিয়র, মহম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব।