Asia Cup 2025: ২২০ কোটি টাকার ধাক্কা! ভারত এশিয়া কাপে না থাকলে 'ভাতে মরবে' পাকিস্তান! কীভাবে জেনে নিন

India vs Pakistan: যদি ভারত সত্যিই এশিয়া কাপের আয়োজন ছেড়ে দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তবে তা পাকিস্তানের জন্য একপ্রকার 'অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক' হবে।

India vs Pakistan: যদি ভারত সত্যিই এশিয়া কাপের আয়োজন ছেড়ে দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তবে তা পাকিস্তানের জন্য একপ্রকার 'অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক' হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan: এশিয়া কাপে ভারত না থাকলে পেটে লাথি পড়বে পাকিস্তানের

India vs Pakistan: এশিয়া কাপে ভারত না থাকলে পেটে লাথি পড়বে পাকিস্তানের

PCB Financial impact after India's Exit from Asia Cup: পাকিস্তানের সঙ্গে উত্তেজনার (India Pakistan Tension) আবহে এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারত। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই প্রতিবেদনের তীব্র বিরোধিতা করেছে। এই খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে, যেখানে দাবি করা হয়েছে যে ভারত পুরুষদের এশিয়া কাপ এবং মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে। যদি ভারত সত্যিই এশিয়া কাপের আয়োজন ছেড়ে দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, তবে তা পাকিস্তানের জন্য একপ্রকার 'অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক' হবে।

Advertisment

পাকিস্তানের ১৬৫ থেকে ২২০ কোটি টাকার ক্ষতি সম্ভাব্য

আসলে, এশিয়া কাপ ও ICC টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রতি চক্রে আনুমানিক ₹১৬৫-২২০ কোটি (প্রায় $২০-২৬ মিলিয়ন) আয় করে। ভারত-পাকিস্তান ম্যাচ আন্তর্জাতিক স্তরে রেকর্ড সংখ্যক দর্শক এবং অ্যাড রেভেনিউ নিয়ে আসে।

ভারতের সরে যাওয়ায় কীভাবে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান?

Advertisment

২০২৪ থেকে ২০৩২ সালের মধ্যে এশিয়া কাপের সম্প্রচার অধিকার সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়াকে $১৭০ মিলিয়নে বিক্রি করা হয়েছে, যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করে। ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। যদি ভারত না খেলে, তবে সরাসরি রেভেনিউ কমে যাবে এবং এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর। বর্তমানে এশিয়া কাপ শেষে ACC প্রতিটি পূর্ণ সদস্য দেশকে সম্প্রচার আয়ের ১৫% দেয়।

আরও পড়ুন ভারত-পাকিস্তান উত্তেজনার আঁচ, নেওয়া হল বড়সড় পদক্ষেপ! মাথায় হাত কানেরিয়ার

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন, "এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ আইপিএল এবং এরপর ইংল্যান্ডে পুরুষ ও মহিলাদের সিরিজের দিকে রয়েছে। এশিয়া কাপ বা ACC-এর অন্য কোনও প্রতিযোগিতা নিয়ে কোনও স্তরে আলোচনা হয়নি। তাই এই বিষয়ে প্রকাশিত কোনও খবর বা প্রতিবেদন সম্পূর্ণভাবে জল্পনা এবং কাল্পনিক। বিসিসিআই যখনই ACC-এর কোনও টুর্নামেন্ট নিয়ে আলোচনায় বসবে বা কোনও বড় সিদ্ধান্ত নেবে, তখন তা মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হবে।"

আগে থেকেই দেউলিয়া পিসিবি

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়াম সংস্কারে প্রায় ১৪ বিলিয়ন পাকিস্তানি রুপি বিনিয়োগ করার পরও, ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করায় এবং ফাইনাল ম্যাচ দুবাইয়ে স্থানান্তরিত হওয়ায় প্রায় ৭ বিলিয়ন পাকিস্তানি রুপি (₹৭০০ কোটি টাকারও বেশি) ক্ষতি হয়েছিল পিসিবির।

কেন ভারত সরে যেতে পারে এশিয়া কাপ থেকে?

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং একইসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যানও। সূত্র উদ্ধৃত করে একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই সম্ভবত এমন সময়ে ACC-এর প্রতিযোগিতায় ভারতীয় দল পাঠাতে অনিচ্ছুক, যখন এই সংস্থার নেতৃত্বে একজন পাকিস্তানি এবং সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন 'আগে দেশের আবেগ...', এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের পথে টিম ইন্ডিয়া

ভারতের হাতেই এবারের এশিয়া কাপের আয়োজন

চলতি বছরের সেপ্টেম্বরে T20 ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের আয়োজক ভারত। অন্যদিকে, মহিলাদের ইমার্জিং এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত হাইব্রিড মডেলের অধীনে শ্রীলঙ্কায় খেলে এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের ম্যাচগুলো দুবাইয়ে অনুষ্ঠিত হয়।

Asia Cup BCCI Pakistan Cricket Board (PCB) India Pakistan Tension