Shadab Khan Father-in-law: শ্বশুর সাকলিনের 'দয়ায়' ভাইস-ক্যাপ্টেন! শোরগোল পড়তেই আগুনে বয়ান পাক অলরাউন্ডারের

Shadab Khan Father-in-law Saqlain Mushtaq Controversy: সাকলিন মুস্তাক তাঁর সময়ের বিশ্বসেরা অফ স্পিনার ছিলেন। প্রত্যেক পাকিস্তানি-ই তাঁর ভক্ত। এ কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে (PCB) তাঁর ভাল প্রভাব রয়েছে।

Shadab Khan Father-in-law Saqlain Mushtaq Controversy: সাকলিন মুস্তাক তাঁর সময়ের বিশ্বসেরা অফ স্পিনার ছিলেন। প্রত্যেক পাকিস্তানি-ই তাঁর ভক্ত। এ কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে (PCB) তাঁর ভাল প্রভাব রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shadab Khan Controversy: শাদাব খান তাঁর শ্বশুর সাকলিন মুস্তাকের নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছেন?

Shadab Khan Controversy: শাদাব খান তাঁর শ্বশুর সাকলিন মুস্তাকের নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছেন?

Shadab Khan-Saqlain Mushtaq Controversy: নিউজিল্যান্ডে খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দলের পুরনো রোগগুলো আবারও সামনে আসছে। দলের সহ-অধিনায়ক শাদাব খান (Shadab Khan) তুমুল সমালোচনার শিকার হচ্ছেন। অলরাউন্ডার শাদাব খান, যিনি কিছু মাস আগেও দলের সঙ্গে ছিলেন না, তিনি নিউজিল্যান্ড সফরে সহ-অধিনায়ক হিসেবে গিয়েছিলেন। এই প্রমোশন নিয়ে অনেকের ধারণা যে শাদাব খান তাঁর শ্বশুর সাকলিন মুস্তাকের (Saqlain Mushtaq) নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছেন। এই অভিযোগ শুনে শাদাব খান হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন যে, তাঁর শ্বশুর সাকলিন মুস্তাক তাঁকে প্রাধান্য দিচ্ছেন এবং প্রমোট করছেন, এই অভিযোগে তিনি বারবার বিরক্ত।

Advertisment

প্রত্যেক পাকিস্তানি-ই সাকলিনের ভক্ত

সাকলিন মুস্তাক তাঁর সময়ের বিশ্বসেরা অফ স্পিনার ছিলেন। প্রত্যেক পাকিস্তানি-ই তাঁর ভক্ত। এ কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে (PCB) তাঁর ভাল প্রভাব রয়েছে। PCB গত বছর তাঁকে পাঁচজন পরামর্শকের মধ্যে একজন হিসেবে মোটা বেতনে নিয়োগ দিয়েছিল। তিনি জাতীয় দলের প্রধান কোচও ছিলেন। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

শাদাবের ২ বছর আগে বিয়ে হয়

Advertisment

পাকিস্তানের হয়ে ১৮৫টি ম্যাচ খেলা শাদাব খান ২ বছর আগে সাকলিনর মেয়েকে বিয়ে করেন। তিনি গত বছর জুনে অনুষ্ঠিত ICC T20 বিশ্বকাপের পর পাকিস্তান দল থেকে বাদ পড়েছিলেন। তবে সম্প্রতি যখন পাকিস্তানি দল নিউজিল্যান্ড সফরে গিয়েছিল, তখন শাদাব খান সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরে আসেন। এরপর থেকেই অনেক প্রাক্তন ক্রিকেটার বলেছেন যে সাকলিনের প্রভাবেই শাদাব খান দল নির্বাচনে বিশেষ সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন নেতৃত্বে ফিরছেন ধোনি, চিপকে ভাগ্য ফেরাতে মরিয়া কেকেআর

‘আমার কেরিয়ার সাত বছরের, কিন্তু…’

এই অভিযোগ সম্পর্কে শাদাব খান বলেছেন, "এই ধরনের কথা শুনে খুবই হতাশ লাগে, কারণ আমার কেরিয়ার সাত বছরের দীর্ঘ। পাকিস্তানের হয়ে অভিষেক করার পর আমি বহু ম্যাচ জয়ী পারফরম্যান্স দিয়েছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার বোলিং উন্নত করতে সাকলিন মুস্তাকের সঙ্গে কাজ করছি। আমি তাঁর থেকে অনেক কিছু শিখছি, তবে এর অর্থ এই নয় যে তিনি আমাকে বিশেষ সুবিধা দিচ্ছেন।" শাদাব খানের এই মন্তব্যে সমালোচনার পালে একটু হলেও হাওয়া কমেছে।

আরও পড়ুন ১২৮ বছর পর ক্রিকেট ফিরল Olympics-এ, ক'টা দল খেলবে? কীভাবে হবে কোয়ালিফিকেশন জানুন

Pakistan Cricket Team cricket Pakistan Cricket Board (PCB)