Advertisment

পাক তারকার ভারতীয় স্ত্রী! কোহলিকে মনে ধরেছে, জানিয়ে দিলেন প্রকাশ্যে

হাসান আলি পাকিস্তানের তারকা পেসার। পিএসএলে বর্তমানে খেলছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে তাঁকে শেষবার দেখা গিয়েছিল জিম্বাবোয়ের বিপক্ষে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিরাট কোহলি এবং হাসান আলির স্ত্রী (ইনস্টাগ্রাম এবং টুইটার)

ভারত-পাকিস্তান! প্রতিবেশী হয়েও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান কোনোদিনই ছিল না দু-দেশের। রাজনৈতিক কারণে দু-দেশের সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়। ক্রিকেট মাঠেও পরস্পরের প্রতিদ্বন্দ্বি দু-দেশ। তবে ক্রিকেট ইন্দো-পাকিস্তানের যোগসূত্র অনেক ক্ষেত্রেই। দু-দেশেই পড়শি দেশের ক্রিকেটারদের ব্যাপক ফ্যান ফলোয়িং রয়েছে। গত বছরই যেমন হাসান আলি-র স্ত্রী সামিয়া আরজু জানান, তিনি বিরাট কোহলির বড় ফ্যান। ইনস্টাগ্রাম জানিয়ে দিয়েছিলেন, বিরাট কোহলিই তাঁর প্রিয় ব্যাটসম্যান।

Advertisment

অবশ্য চলতি বছর নয়, গত বছরই প্রকাশ্যে নিজের ভালোলাগার কথা স্বীকার করেন তিনি। গত বছরের মার্চে যখন অতিমারীর কারণে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই সময় হাসান আলির স্ত্রী সামিয়া আরজু নিজের ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্ব চালু করেন। সেই সময়েই একজন সমর্থকের প্রশ্ন ছিল, 'হাসান আলি নিশ্চয় আপনার ফেভারিট বোলার। তবে প্রিয় ব্যাটসম্যান কে?'

আরো পড়ুন: রীতিমত চাপে ভারত, তবু মাঠেই ভাংড়া নাচ কোহলির! দেখুন চমকে দেওয়া ভিডিও

এমন প্রশ্নের জবাবেই সামিয়া আরজু বিরাট কোহলির নাম জানান। এমন জবাবে ক্রিকেট সমর্থকরা বেশ চমকে যান। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যান সামিয়া আরজু। দু-দেশের সমর্থকরাই সামিয়া, হাসান আলি এবং বিরাটকে নিয়ে মজাদার মিম-ও বানাতে থাকেন।

publive-image

কোহলি বর্তমান প্রজন্মের তর্কাতীত ভাবে সেরা ব্যাটসম্যান। ৩২ বছরের মহাতারকা ক্রিকেটার তিন ফরম্যাটেই নিজের জাত প্ৰমাণ করেছেন। একমাত্র ব্যাটসম্যান হিসাবে আইসিসির তিন ফরম্যাটেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি।

publive-image

সামিয়া আরজু পাকিস্তান তারকা পেসার হাসান আলিকে বিয়ে করলেও তিনি কিন্তু ভারতীয়। হরিয়ানায় জন্মগ্রহণ করার পরে তিনি বর্তমানে দুবাই প্রবাসী। এমিরেটস এয়ারলাইন্সের একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার তিনি। তাঁর পরিবার এখনো দিল্লিতে সেটলড। দুবাইয়ে হাসান আলির সঙ্গে একটি ডিনার পার্টিতে আলাপ হয় সামিয়ার। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ভালোবাসায় পর্যবসিত হয়। ২০১৯-এর অগাস্টে দু-জন গাঁটছড়া বাঁধেন।

publive-image

publive-image

হাসান আলি পাকিস্তানের তারকা পেসার। পিএসএলে বর্তমানে খেলছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে তাঁকে শেষবার দেখা গিয়েছিল জিম্বাবোয়ের বিপক্ষে। সেই সিরিজে পাক তারকা পেসার ৮.৯২ গড়ে ১৪টি উইকেট দখল করেছিলেন। পাকিস্তান টেস্ট সিরিজে ২-০ জেতার পিছনে হাসান আলির অবদান ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan Indian Cricket Team Virat Kohli Pakistan Cricket
Advertisment