Cricketer cheating wife: প্রকাশ্যে ক্রিকেট তারকার পরকীয়া, সুন্দরী নেটপ্রভাবীর প্রেমে পাগল তিন সন্তানের বাবা
Imad Wasim Infidelity: স্ত্রী সানিয়া আশফাক-কে প্রতারণা করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া এই ক্রিকেটার এখন তাঁর স্ত্রীর থেকে আলাদা থাকছেন।
Imad Wasim Infidelity: স্ত্রী সানিয়া আশফাক-কে প্রতারণা করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া এই ক্রিকেটার এখন তাঁর স্ত্রীর থেকে আলাদা থাকছেন।
Imad Wasim caught cheating wife: পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম (Imad Wasim) নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। স্ত্রী সানিয়া আশফাক-কে প্রতারণা করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া এই ক্রিকেটার এখন তাঁর স্ত্রীর থেকে আলাদা থাকছেন।
Advertisment
পুরো ঘটনার সূত্রপাত সানিয়া আশফাকের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। পাকিস্তানি ইনফোটেনমেন্ট সাইটগুলির মতে, সন্তান জন্ম দেওয়ার পর সানিয়া একটি আবেগঘন পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল, “আমি তোমায় ৯ মাস নিজের গর্ভে রেখেছি। আল্লাহ্ যেন আমাকে বাকি পথের জন্য আরও শক্তি দেন, জায়ান।”
Advertisment
Sania Asfaq Post: ইমাদ ওয়াসিমের স্ত্রী সানিয়া আসফাকের ইনস্টাগ্রাম পোস্ট
এই পোস্টের পর থেকেই ইমাদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সানিয়া তাঁর ইনস্টাগ্রাম বায়ো বদলে ফেলেছেন। আগে যেখানে লেখা ছিল “Wife to Imad Wasim”, এখন লেখা রয়েছে “Mom to Inaya Imad and Rayyan Imad”। এই পরিবর্তন অনেকের দৃষ্টিতে এক স্পষ্ট বার্তা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, ইমাদ ওয়াসিম নাকি পাকিস্তানের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও আইনজীবী নায়লা রেজার সঙ্গে সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়ে পড়েছেন। অনেক ইউজার তাঁদের নাম জুড়ে বিভিন্নরিঅ্যাকশন ও মন্তব্য করছেন।
এই বিতর্কে ইমাদ এখনও পর্যন্ত কোনও সরকারিভাবে মন্তব্য করেননি। না তিনি এই গুজবের সত্যতা স্বীকার করেছেন, না কোনও প্রতিবাদ জানিয়েছেন। ফলে সমর্থকরা এখন তাঁর মুখ থেকে সত্য জানার অপেক্ষায়।
Will all those disgraceful people apologize who were spreading lies and abusing Imad Wasim for no reason? pic.twitter.com/b8nsSwXnnh
প্রসঙ্গত, এটাই প্রথমবার নয় যখন ইমাদ ওয়াসিম এ ধরনের বিতর্কে জড়ালেন। ২০১৭ সালে এক ডাচ তরুণী, যিনি আফগানিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, ইমাদের বিরুদ্ধে সম্পর্কের অভিযোগ আনেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে গিয়েছিল। ওই তরুণীর দাবি ছিল, ইমাদের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। এই ঘটনা ঘিরে আবারও শিরোনামে ইমাদ ওয়াসিম।
An update to Imad Wasim’s Viral Scandal. The girl finally decided to show her identity. pic.twitter.com/sQ3cos88cg