Yuzvendra Chahal personal life: এই গল্প তারকা ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। আজ, ২৩ জুলাই ৩৫ বছরে পা দিলেন ভারতের এই লেগ স্পিনার। ১৯৯০ সালের ২৩ জুলাই, হরিয়ানার জিন্দে জন্ম নেওয়া চাহাল তাঁর লেগ ব্রেক ও গুগলির মাধ্যমে বহু ব্যাটারকে বিভ্রান্ত করেছেন।
দাবা থেকে ক্রিকেট: দুটোই জীবন যুদ্ধ
যুজবেন্দ্র চাহাল জুনিয়র লেভেলে ভারতের দাবা দলের অংশ ছিলেন। বাস্তব জীবনেও তিনি একের পর এক কিস্তিমাতের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। একদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের শিখরে উঠেছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনে পেয়েছেন চরম ধাক্কা, সহ্য করতে হয়েছে র্যাগিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শুরু করে বিবাহবিচ্ছেদ পর্যন্ত।
আরও পড়ুন ডিভোর্সের পর প্রাণের ঝুঁকি নিলেন চাহাল! গার্লফ্রেন্ড মহবশ ফাঁস করলেন যন্ত্রণার কাহিনী
জীবনের ভয়ংকর অধ্যায়: ১৫তলা থেকে ফেলে দেওয়ার চেষ্টা!
অনেকেই জানেন না, চাহালের শুরুটা হয়েছিল এক মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে। আইপিএলে যখন মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে প্রথমবার দলে নেয়, তখন ২০১৩ সালে এক নেশাগ্রস্ত সতীর্থ তাঁকে হোটেলের ১৫ তলার বারান্দা থেকে ঝুলিয়ে দিয়েছিল। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানান চাহাল। তাঁর কথায়, “যদি বাকি লোকজন সময়মতো না আসত, তাহলে কী হত বলা মুশকিল।” এছাড়াও, ২০১১ সালে অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ও জেমস ফ্র্যাঙ্কলিন তাঁকে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে টয়লেটে আটকে রেখেছিলেন।
মাঠে খেলোয়াড়, মাঠের বাইরে সরকারি আধিকারিক
চাহাল শুধু একজন ক্রিকেটারই নন, তিনি আয়কর দফতরে একজন ইনস্পেক্টর পদেও কর্মরত। বিশ্বজয়ী এই ক্রিকেটারকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আরও পড়ুন চাহালের এই গুণেই ফিদা, প্রেমের গুঞ্জনের মাঝেই খুল্লামখুল্লা বান্ধবী মহবশ
ব্যক্তিগত জীবনে ঝড়: বিয়ে, ডিভোর্স, নতুন সম্পর্ক
২০২০ সালে চাহাল বিয়ে করেন ইউটিউবার-ডান্সার ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma)। এই জুটিকে সোশ্যাল মিডিয়ায় ঘিরে থাকত বিস্তর চর্চা। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্কে ফাটল ধরে। প্রথমে তা ছিল গুজব, পরে তা নিশ্চিত হয় চলতি বছরের শুরুতেই তাঁরা বিবাহবিচ্ছেদ করেন। বর্তমানে চাহাল রেডিও জকি মহবশকে (RJ Mahvash) ডেট করছেন।
এখনও ম্যাচ উইনার
যদিও এখন চাহাল জাতীয় দলের বাইরে রয়েছেন, তবে আইপিএল ও কাউন্টি ক্রিকেটে তিনি এখনও ভয়ংকর ফর্মে আছেন। যখনই দলের উইকেট দরকার হয়, তখনই অধিনায়কের ভরসার জায়গা হয়ে ওঠেন চাহাল। তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং, নিখুঁত লাইন-লেংথ এবং অভিজ্ঞতা তাঁকে আজও একজন ম্যাচ উইনার করে রেখেছে।