scorecardresearch

বড় খবর

ভারতীয় ক্য়াব চালক ভাড়া নিতে চাননি, পাক ক্রিকেটাররা তাঁকে নিয়ে গেলেন রেস্তোরাঁয়

হৃদয় ছুঁয়ে নিলেন পাকিস্তানের পাঁচ ক্রিকেটার। ইয়াসির শাহ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ছাড়াও আরও দুই ক্রিকেটার এমন কাজ করলেন যা শুনলে মনে হবে আজও মানবিকতার জায়গাটা রয়েছে অটুট।

ভারতীয় ক্য়াব চালক ভাড়া নিতে চাননি, পাক ক্রিকেটাররা তাঁকে নিয়ে গেলেন রেস্তোরাঁয়
ট্র্য়াকি চালক ভাড়া নিতে চাননি, পাক ক্রিকেটাররা তাঁকে রেস্তোরাঁয় ডিনার করালেন (ছবি-টুইটার)

হৃদয় ছুঁয়ে নিলেন পাকিস্তানের পাঁচ ক্রিকেটার। ইয়াসির শাহ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ছাড়াও আরও দুই ক্রিকেটার এমন কাজ করলেন যা শুনলে মনে হবে আজও মানবিকতার জায়গাটা রয়েছে অটুট।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় সফররত পাকিস্তান। গত শুক্রবার ব্রিসবেনে পাকিস্তানের ক্রিকেটাররা একটি ক্যাবে (পড়ুন ট্য়াক্সি) উঠেছিলেন রেস্তোরাঁয় যাবেন বলে। ক্য়াবের ভারতীয় চালক যখন জানতে পাড়েন যে, ইয়াসির-আফ্রিদিরা পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেন, তখন তিনি তাঁদের থেকে ভাড়া বাবদ একটিও পয়সা নেননি। কারণ তিনি একজন ক্রিকেট ফ্য়ান। ভাড়া না-নেওয়ায় পাক ক্রিকেটাররা তখন ট্য়াক্সি চালককে তাঁদের সঙ্গে রেস্তোরাঁয় ডিনার করাতে নিয়ে যান।

আর এই খবরটাই এখন ভাইরাল হয়ে গিয়েছে। গাবাতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্য়ে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল। ওই টেস্টের চতুর্থ দিনে এবিসি রেডিও-তে সঞ্চালনা করছিলেন প্রাক্তন অজি পেসার মিচেল জনসন এবং অ্য়ালিসন মিচেল। আর এই গল্পটা মিচেলই জানিয়েছেন। কারণ সেই ক্য়াব চালককে তিনিও পেয়েছিলেন স্টেডিয়াম আসার পথে।

আরও পড়ুন- টিমের এই সদস্য়কে হারানো প্রায় অসম্ভব, জানিয়ে দিলেন বিরাট কোহলি

এ প্রসঙ্গে মিচেল বললেন, “চালক যখন জানতে পারলেন যে, আমরা স্টেডিয়ামের দিকে যাচ্ছি, তখন উনি জানতে চেয়েছিলেন আমরা খেলে দেখতে না কোনও কাজে যাচ্ছি সেখানে। আমরা বলেছিলাম, ধারাভাষ্য়কার হিসাবে আমরা কাজ করি। এটা শুনেই ও প্রচণ্ড উৎসাহ দেখায়। ওই নিজেকে একজন ক্রিকেট ফ্য়ান বলেই পরিচয় দিল। তারপর পাক ক্রিকেটারদের সঙ্গে ফোনে নিজের ছবি দেখাল। ওই চালকই বলছিলেন যে, দিন কয়েক আগে পাকিস্তানের টিম হোটেল থেকে তিনি ক্রিকেটারদের একটি ভারতীয় রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Pakistan cricketers take indian cab driver to dinner164927