Advertisment

Mohammed Shami: অস্ট্রেলিয়া সিরিজের আগেই সুনামি আপডেট! শামিকে নিয়ে সুসংবাদে ভাসছে টিম ইন্ডিয়া

Bengal Ranji Trophy Squad: অস্ট্রেলিয়া সফরের আগেই বড়সড় সুসংবাদ মহম্মদ শামিকে ঘিরে। আশায় আলোয় ভাসছেন বাংলার ক্রিকেটপ্রেমী ও শামির অনুরাগীরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Md Shami, Team India, মহম্মদ শামি, টিম ইন্ডিয়া,

Md Shami-Team India: মহম্মদ শামি ও টিম ইন্ডিয়া। (ছবি- এক্সপ্রেস ফাইল)

Mohammed Shami Return to Bengal Ranji Trophy Squad: বাংলা ক্রিকেটের জন্য বড় সুখবর। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা দলে ফিরছেন মহম্মদ শামি। গত নভেম্বরে আহমেদাবাদে ভারতের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে এই ভারতীয় পেসার। এবার ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি। বুধবারই তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

Advertisment

সিএবি এই ব্যাপারে তার বিবৃতিতে বলেছে, 'শামি খেলবেন জেনে বাংলার খেলোয়াড়রা সবাই উৎসাহিত। শামির আসাটা গোটা দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। আমাদের এখন রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডে ওঠাটাই লক্ষ্য।' রঞ্জি ট্রফিতে বাংলা বর্তমানে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। কর্ণাটকের বিরুদ্ধে শেষ ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে বাংলা দল।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'ও ভারতের একজন মূল্যবান খেলোয়াড়। অস্ট্রেলিয়া সিরিজে দলের ওঁকে দরকার ছিল। সম্প্রতি ও নিজেই জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরের আগে বাংলার হয়ে কয়েকটি রঞ্জি খেলতে চায়। অস্ট্রেলিয়া সফরের আগে রঞ্জি ট্রফিতে ভালো কিছু করে দেখাতে চায় শামি। এটা আমাদের জন্যও একটি বড় উত্সাহের ব্যাপার। আমাদের চার জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারত এবং ভারত এ-এর হয়ে খেলছেন।'

গত বছর বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পাওয়ার পর শামির অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি হোম সিরিজে জাতীয় দলে ফিরতে চাইছিলেন। কিন্তু, এমাসের শুরুতে দেখা যায় যে তাঁর একটি হাঁটু ফোলা। তার ফলে শামি জাতীয় দলে ঢুকতে পারেননি। এমনকী শামিকে বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের ১৮-সদস্যের স্কোয়াডেও রাখা হয়নি। তবে হাল ছাড়ছেন না বাংলার এই পেসার। তিনি আশাবাদী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষার্ধে জাতীয় দলে যোগ দিতে পারবেন। অর্থাৎ, বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয়ার্ধে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন। 

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় হিস্টিরিয়া, কোহলি জ্বর! হিন্দি-পাঞ্জাবিতে কাঁপাকাঁপি হেডলাইন ফ্রন্ট পেজে

এই প্রসঙ্গে শামি আগে বলেছিলেন, 'আমি ফিট থাকলে ৮-১০ দিনের সময় হাতে পেলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটি বা দুটি ঘরোয়া ম্যাচ খেলতে চাই। আমি জানি না কবে খেলতে পারব। তবে যেদিন আমি স্বচ্ছন্দে ২০-৩০ ওভার বোলিং করতে পারব, ম্যাচ খেলার জন্য ডাক্তারদের সম্মতি পাব, সেদিনই খেলতে দৌড়ব।'

Madhya Pradesh Ranji Trophy Mohammed Shami World Cup
Advertisment