Advertisment

Babar Azam: 'ক্যাপ্টেন' বাবরকে আর দেখা যাবে না পাকিস্তানের জার্সিতে, বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড

Babar Azam captaincy: দীর্ঘদিন রানের মধ্যে নেই। তাই বাবরকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Babar Azam Pakistan Cricket Team

পাকিস্তান জাতীয় দলের দুই তারকা মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম (টুইটার)

Babar Azam, PCB, Pakistan captaincy: দীর্ঘদিন রানের মধ্যে নেই। বাবর আজমকে নিয়ে শেষমেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আসন্ন চ্যাম্পিয়ন্স কাপে অধিনায়ক হিসেবে বাছা হয়নি বাবরকে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বাবরকে সীমিত ওভারের ফরম্যাটের নেতৃত্ব থেকে বাদ দেওয়ার পথে হাঁটতে চলেছে পিসিবি।

Advertisment

টেস্টে শান মাসুদ ক্যাপ্টেন হলেও, বাবর সীমিত ওভারের ফরম্যাটে নেতৃত্ব ফিরে পেয়েছেন শাহিন আফ্রিদির কাছ থেকে। বাবরকে বাদ দেওয়ার পর পাকিস্তানের নতুন অধিনায়ক হতে পারেন মহম্মদ রিজওয়ান। এমনটাই বলা হচ্ছে। অস্ট্রেলিয়ায় পাকিস্তান তিনটি করে টি২০ এবং ওয়ানডে খেলবে। সেই সফরেই নতুন অধিনায়ক দায়িত্ব নিতে পারেন।

বাবরকে বাদ দেওয়া নিয়ে সায় রয়েছে নতুন হেড কোচ গ্যারি কার্স্টেনেরও। তিনি ইতিমধ্যেই পিসিবি আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে রেখেছেন। মহম্মদ রিজওয়ানকে আপাতত সীমিত ওভারের ফরম্যাটের নেতা করা হলেও, অদূর ভবিষ্যতে তাঁকে তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হতে পারে। এমন সম্ভবনা রয়েছে।

শন মাসুদের নেতৃত্বে পাকিস্তান ঐতিহাসিক লজ্জা হজম করেছে ঘরের মাঠে বাংলাদেশের মত দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে। টেস্টে মাসুদের নেতৃত্ব যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: IPL-এ এলে ১৩০ টাকাও পাবে না! বাবরকে লজ্জার চুনকালি মাখিয়ে বিস্ফোরক মন্তব্য ইউটিউবারের

বাংলাদেশের বিরুদ্ধে বারবার জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। প্রথম টেস্টে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসেও পাক তারকার ব্যাটে রানের দেখা পাওয়া যায়নি। প্রথম টেস্টে বাংলাদেশের স্পিন-পেসের সামনে আটকে যেতেই চরম সমালোচনার মুখে পড়েন। তবে সেই সমালোচনায় কাজ হয়নি। দ্বিতীয় টেস্টেও বড় রানের সুযোগ হাতছাড়া করেছেন তিনি।

দুই ইনিংসে তাঁর রান যথাক্রমে ৩১ এবং ১১। প্ৰথম টেস্টের দুই ইনিংসে বাবরের রান ছিল যথাক্রমে ০ এবং ২২। বাবরের সিলভার ডাক করা ম্যাচে পাকিস্তান ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার মানে বাংলাদেশের কাছে। দ্বিতীয় টেস্টে পাকিস্তান আত্মসমর্পণ করে বসে মাত্র ৬ উইকেটে ম্যাচ হেরে।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে পাঁচ দলের নেতা বাছা হয়েছে শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, শাদাব খান, মহম্মদ হ্যারিস এবং টেস্ট দলের সহ অধিনায়ক সাউদ শাকিলকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বিপর্যয়ের পর পাক ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাকা আশরাফ দলের সংহতি নিয়ে প্ৰশ্ন ওঠায় মুখ খুলেছিলেন। বলে দিয়েছিলেন, আফ্রিদি-বাবরের মধ্যে সম্পর্ক আগের মতই অটুট। দুজনের সম্পর্ক আগের মত ভালো।

cricket Babar Azam Cricket News pakistan Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment