Shan Masood Claim on Virat Kohli: বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের কাছে দুই টেস্ট-এর সিরিজে বিধ্বস্ত পাকিস্তানের অধিনায়ক মাসুদ বলেছেন, 'বিরাট কোহলির চেয়ে আবদুল্লাহ শফিকের রেকর্ড ভালো।' আবদুল্লাহ শফিক পাকিস্তানের অফ ফর্মে থাকা ওপেনিং ব্যাটার। সেই মাসুদের সঙ্গে কিংবদন্তি বিরাট কোহলির তুলনা টেনে পাকিস্তনের অধিনায়ক নতুন বিতর্কের জন্ম দিলেন। কোহলিও বর্তমানে অফ ফর্মে আছেন। কোহলি যখন গোড়ার দিকে খেলা শুরু করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে মাসুদ বলেছেন, বছর ২৪-এর শফিকের রেকর্ড কোহলির চেয়েও ভালো।
বাংলাদেশের বিরুদ্ধে চরম ব্যর্থতার পরও মাসুদকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে পাকিস্তানের টেস্ট অধিনায়ক রেখেছে পিসিবি। সেই মাসুদ তাঁর দলের ওপেনিং ব্যাটার শফিককে বাঁচাতে গিয়ে কোহলির প্রসঙ্গ টেনে আনেন। আগস্ট-সেপ্টেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে আবদুল্লাহর খারাপ ব্যাটিং ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এক সাংবাদিক মাসুদকে প্রশ্ন করেছেন, 'আমরা এখনও দল নির্বাচনে কেন পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিচ্ছি? আবদুল্লাহ শফিক বা সাইম আইয়ুবদের মত ব্যর্থ খেলোয়াড়দের বদলে কেন কামরান গুলামদের মত ব্যাটারদের সুযোগ দেওয়া হচ্ছে না?'
"If I back a player who becomes a good servant for Pakistan cricket and lose my own spot in the process, I will have no regrets."
— Grassroots Cricket (@grassrootscric) September 30, 2024
Shan Masood answered a question about Pakistan's Test openers.#PAKvENG | #PakistanCricket pic.twitter.com/ecNlKGhssN
তখনই দলের ব্যাটারের পাশে দাঁড়িয়ে শান মাসুদ বলেন, 'আমার মনে হয় না আপনি ঠিক কথা বলছেন। হ্যাঁ, এটা ঠিক যে পাকিস্তান এবছর ভালো খেলতে পারেনি। কিন্তু, টেস্ট আর টি২০ মিশিয়ে ফেলাটা ঠিক না। হিসেব বলছে ১৯ টেস্ট খেলা আবদুল্লাহ শফিকের রেকর্ড বিরাট কোহলির চেয়েও ভালো। আমি যখন একটা দল বানাচ্ছি, নেতা হিসেবে আমার একটা দায়িত্ব আছে। সঙ্গে, অন্যদেরও দায়িত্ব আছে। এটা একটা মিলিত দায়িত্ব। কেউ যদি আমার চেয়েও ভালো খেলে, তবে আমি তাঁর জন্য দায়িত্ব ছাড়তে দ্বিধা করব না। কিন্তু, আমাকে সর্বপ্রথম সঠিক জিনিসটাকে সমর্থন করতে হবে। তবেই, আমি শান্তি পাব।'
আরও পড়ুন- বিদায়ী তারকার জন্য সেরার সেরা সম্মান! লজ্জার কানপুরে সাকিবের হৃদয় জিতলেন কিং বিরাট
মাসুদের ওই কথা শুনে সাংবাদিকরা হতভম্ব হয়ে যান। কারণ, কোথায় কোহলি আর কোথায় আবদুল্লাহ। তবে, মাসুদ কিন্তু তথ্যটা ভুল দেননি। পাকিস্তানের ব্যাটার শফিক মাত্র ১৯ টেস্ট খেলেছে। আর কোহলি ২০১১ থেকে ভারতের হয়ে টেস্ট খেলছেন। কিন্তু, ১৯ টেস্ট খেলার পর কোহলির রান ছিল ১,১৭৮। গড় ছিল ৪০.৬২। সেখানে আবদুল্লাহ শফিক ১৯ টেস্ট খেলে ১,৩৭২ রান করেছেন। কোহলির চেয়ে প্রায় ২০০ রান বেশি।