PAK vs NZ 3rd T20I Live Streaming: How to Watch Pakistan vs New Zealand Match Live: নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ৩য় টি২০ ম্যাচটি সিরিজে টিকে থাকার জন্য পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচের এই সিরিজ। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে আছে পাকিস্তান। তার ফলে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় পেতেই হবে পাক দলকে।
ম্যাচের সময় ও ভেন্যু:
ভেন্যু: ইডেন পার্ক, অকল্যান্ড
সময়: ভারতীয় সময় সকাল ১১:৪৫, শুক্রবার, ২১ মার্চ
কোন চ্যানেলে দেখা যাবে?
টিভি সম্প্রচার: সোনি স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইনে কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
লাইভ স্ট্রিমিং: Sony LIV এবং FanCode অ্যাপে ও ওয়েবসাইটে
নিউজিল্যান্ড ও পাকিস্তানের স্কোয়াড:
নিউজিল্যান্ড স্কোয়াড:
অধিনায়ক: মাইকেল ব্রেসওয়েল
অন্যান্য খেলোয়াড়: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোল্কস (৪র্থ ও ৫ম ম্যাচে খেলবেন), মিচ হে, ম্যাট হেনরি (৪র্থ ও ৫ম ম্যাচে খেলবেন), কাইল জেমিসন (১ম, ২য় ও ৩য় ম্যাচে খেলছেন), ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও’রউর্ক (১ম, ২য় ও ৩য় ম্যাচে খেলছেন), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি।
পাকিস্তান স্কোয়াড:
অধিনায়ক: সালমান আলী আগা
সহ-অধিনায়ক: শাদাব খান
অন্যান্য খেলোয়াড়: আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হারিস, মুহাম্মদ ইরফান খান, ওমায়ের বিন ইউসুফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম সেইফার্ট ২২ বলে ৪৫ রান এবং ফিন অ্যালেন ১৬ বলে ৩৮ রান করে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে সহজ জয় এনে দিয়েছেন। ম্যাচটি বৃষ্টির কারণে প্রতি ইনিংস ১৫ ওভার নির্ধারিত হয়েছিল।
আরও পড়ুন- এবারের আইপিএলে সবচেয়ে বয়স্ক ৫ ক্রিকেটার, পুরোনো চাল কি ভাতে বাড়বে?
পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ৪৬ রান করেছেন। যার ফলে পাকিস্তান ৯ উইকেটে ১৩৫ রান তুলতে পেরেছে। নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই শাহিন শাহ আফ্রিদি একটি মেইডেন ওভার করেন। তবে, এরপর সেইফার্ট ও অ্যালেন মাত্র ১২ বলের মধ্যে ৭টি ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এই ঝোড়ো ব্যাটিং নিউজিল্যান্ডকে ১১ বল বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেছে।