Nida Dar's T20 World Cup tweet: প্রাক্তন পাক অধিনায়ক নিদা দার ভারতকে টি২০ বিশ্বকাপ জয়ের দু'মাস পরে জয়ের জন্য অভিনন্দন জানালেন। নিদা বলেছেন, বিরাট ও রোহিতকে 'অবসরের শুভেচ্ছা'। ভারতেরবিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। এতদিন পরে কেন শুভেচ্ছা জানাতে গেলেন তিনি। তাই নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।
আর, এই নিয়ে তাঁকে নেটিজেনরা ট্রোলও করেছেন। বলেছেন, পাকিস্তানে ইন্টারনেটের গতি নাকি একদমই কম। তাই শুভেচ্ছা জানাতে লেগে গেল কয়েক মাস। তারপরই লজ্জা পেয়ে বার্তাটি সরিয়ে দিয়েছেন নিদা। সম্প্রতি মহিলা টি-২০ বিশ্বকাপে নিদার থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফাতিমা সানা।
ভারত জাতীয় ক্রিকেট দল ২৯শে জুন, ২০২৪-এ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল৷ দ্রাবিড় তার বর্ণাঢ্য কেরিয়ারে খেলোয়াড় হিসেবে কখনও বিশ্বকাপ জিততে পারেননি৷ যাইহোক, ৫১ বছর বয়সী কোচের বিদায় লগ্ন রঙিন হয়ে উঠেছিল বিশ্বকাপ জয়ে। বিরাট কোহলি বিশ্বকাপের ট্রফি তুলে দেওয়ার পরে তাঁকে বন্য উদযাপনে ফেটে পড়তে দেখা যায়।
Nida Dar has just now landed from Mars !! 😂#PakistanCricket #Pakistan https://t.co/U1xTCzfAJk
— amitava (@amitava0112) September 5, 2024
That's not her fault. The Internet in Pakistan is slower than Internet Explorer these days. Don't mind her.
— Release Imran Khan ✌️ (@hinasafi) September 4, 2024
She has returned to Earth after spending 2 months on Mars. Welcome back queen 🤗 https://t.co/kwrCJHwRFU
— Lubana Warriors (@LubanaS49) September 5, 2024
Time machine se 2 mahine piche chal geya kya ?
— Cric-Corner (@cricketxtra1) September 5, 2024
Nida Dar has finally come back to the spotlight after being unconscious for 2 and a half months following Pakistan’s loss to the USA… 🤭
— Jabbar Chaudhary (@Jabbar_Ch_) September 5, 2024
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত হেরে যায়। তারপরে রীতিমতো বিধ্বস্ত লেগেছিল দলের কোচ দ্রাবিড়কে। তবে, সেই সময় কোচ হিসেবে তাঁর মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটি তাঁর জন্য ফলপ্রসূই প্রমাণিত হয়েছে শেষমেশ। কারণ ভারত বার্বাডোসে ১১ বছরের আইসিসি ট্রফির খরার অবসান ঘটিয়েছে।
আরও পড়ুন- জাতীয় দলে জায়গা না পেয়ে ভারত ছেড়েছিলেন, মৃত্যুর সঙ্গে মর্মান্তিক লড়াইয়ে তারকা ক্রিকেটার
টি২০ বিশ্বকাপ জয়ের পর, অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলিও টি২০ ফরম্যাট থেকে তাঁদের অবসরের কথা ঘোষণা করেছেন। নিদা দারের অবশ্য অবসরের ব্যাপার নেই। পাকিস্তান মহিলা দলের অধিনায়কত্ব তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় যাঁকে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক করা হয়েছে, সেই ২২ বছর বয়সি ফাতিমা গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে দুটি ওয়ানডেতে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন, তবে এখনও টি-২০ তে নেতৃত্ব দেননি। গত মাসে নিদা পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হওয়ার পরেই মহিলা জাতীয় নির্বাচন কমিটি তাঁকে সরিয়ে দিল।