/indian-express-bangla/media/media_files/2025/04/25/merWkY9BPWd9X0bQSQ1A.jpg)
Nida Dar breaks from cricket: মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি নিলেন নিদা দার
Pakistan Women Cricketer Nida Dar Mental Illness: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। ক্রিকেটারদের হাল তো আরও খারাপ। মাঠ হোক বা মাঠের বাইরে, সব জায়গাতেই তথৈবচ অবস্থা পড়শি দেশের। PSL নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে সমস্যাগুলি এখনও মেটেনি, তার মধ্যেই এক ক্রিকেটারকে এমন খবর সামনে এসেছে, যা পাকিস্তান ক্রিকেটে শোরগোল ফেলে দিয়েছে। তিনি আর কেউ নন পাকিস্তান মহিলা ক্রিকেটের বড় পরিচিত নাম, নিদা দার।
মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতি
পাকিস্তান মহিলা দলের অভিজ্ঞ খেলোয়াড় নিদা দার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে জাতীয় দলের সিলেকশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিছুদিন ধরে নিদা অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছিল, কিন্তু তাঁর অসুস্থতা এতটাই গুরুতর হবে, তা কেউ ভাবতে পারেনি। পাকিস্তান ক্রিকেটে এরকম ঘটনা প্রথম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ৩৯ বছর বয়সী প্রাক্তন অধিনায়ক নিদা দার জানিয়েছেন যে তিনি ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন। নিদা লেখেন, "গত কয়েক মাস ধরে আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক কিছু ঘটেছে, যা আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। আমি নিজেকে ভাল রাখার জন্য এই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকলকে অনুরোধ করছি এই সময়ে আমার গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করতে।"
আরও পড়ুন পহেলগাঁও হত্যালীলার পরই 'নির্লজ্জ' মহম্মদ আমির, পাক ক্রিকেটার যা বললেন...
পাকিস্তান মহিলা ক্রিকেটের একটি বড় নাম
নিদা দার পাকিস্তান মহিলা ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ এবং তিনি পাকিস্তানের হয়ে ২৭০টি আন্তর্জাতিক (ওডিআই এবং টি২০) ম্যাচ খেলেছেন। তাঁকে সম্প্রতি লাহোরে অনুষ্ঠিত আইসিসি মহিলা বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য দলে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলা হয়েছিল। নিদা ফিটনেস টেস্টে অংশগ্রহণ করেন এবং তারপর ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছিল, তবে তিনি নিজের নাম তুেলে নেন। নিদা বলেন, তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সাম্প্রতিক ঘটনাগুলি তাঁর মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছে। তিনি সম্প্রতি মহিলা জাতীয় টি২০ কাপে অংশ নেননি। নিদা তাঁর শেষ ম্যাচটি পাকিস্তানের হয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন।
আরও পড়ুন পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক! মাস্টারপ্ল্যান রেডি ভারতের