/indian-express-bangla/media/media_files/2025/04/25/OwhHSOyEMZokmzCubzBL.jpg)
পহেলগাঁও হামলার বড় প্রভাব পড়তে পারে ভারত-পাকিস্তান ম্য়াচের উপর
Pahalgam Terror Attack 2025: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এবার অ্যাকশন মোডে নামল বিসিসিআই। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে আইসিসি-কে একটি চিঠি লেখা হয়েছে। সেখানে অনুরোধ করা হয়েছে, আগামী কোনও আইসিসি (ICC) টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে (India vs Pakistan Match) যেন একই গ্রুপে না রাখা হয়।
এমনিতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয় না। আর এবার ভারত জানিয়ে দিয়েছে, আইসিসি ইভেন্টেও যেন দুই দলের লড়াই যতটা সম্ভব কমিয়ে ফেলা যায়। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের এই নারকীয় হত্যাকাণ্ডে ২৮ পর্যটক মারা গিয়েছেন। আপাতত গোটা ভারত ক্ষোভে ফুঁসছে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে আপাতত মাস্টারপ্ল্যান কষতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।
Irfan Pathan on Pahalgam Attack: 'এই কারণে কষ্টটা বেশি হচ্ছে...', পহেলগাম হামলার নিন্দা ইরফানের মুখে
আইসিসি-কে চিঠি দিয়েছে বিসিসিআই
পহেলগাঁওয়ে ন্যক্কারজনক জঙ্গিহানার পর বিসিসিআই এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। আইসিসি-কে একটি চিঠি লিখে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভবিষ্যতে আইসিসি ইভেন্টে দুটো দলকে যেন একই গ্রুপে না রাখা হয়। ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই অনুরোধ করেছে এবার থেকে যতটা সম্ভব কম ভারত এবং পাকিস্তান যেন একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুই দেশের মধ্যে রাজনৈতিক সংঘাতের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বিগত কয়েকবছর ধরেই বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আইসিসি যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুরোধ মেনে নেয়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও একটি বড় ধাক্কা খেতে চলেছে।
মহিলা ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হতে পারে দুই দল
আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের আসর চলতি বছর ভারতেই বসতে চলেছে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান দুটো দেশই খেলতে নামবে। আইসিসি, বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে চুক্তি অনুসারে, পাকিস্তান ক্রিকেট দল ভারতে আসবে না। কোনও একটি নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের প্রত্যেকটা ম্যাচ আয়োজন করা হবে।
পাশাপাশি ২০২৫ সালে এশিয়া কাপেরও আয়োজন করা হচ্ছে। আশা করা হচ্ছে, টি-২০ ফরম্য়াটে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান মোট তিনবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এবার এশিয়া কাপের সূচিতে কোনও পরিবর্তন করা হয় কি না, সেটাই আপাতত দেখার। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান হিসেবে নিযুক্ত হয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সভাপতি।