Advertisment

কোহলির ১২৫৮ দিনের রাজত্ব শেষ! বাবরের হাতে চুরমার ১ নম্বরের গর্ব

কোহলিকে পেরিয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই বাবর ছুঁয়ে ফেললেন স্বদেশীয় জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ এবং মহম্মদ ইউসুফের কীর্তিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্বপ্ন পূরণ হল বাবর আজমের। বুধবার আইসিসির ওয়ানডে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে কোহলিকে পেরিয়ে বিশ্বের একনম্বর ওডিআই ব্যাটসম্যান হয়ে গেলেন পাকিস্তানের বাবর আজম। কোহলির (৮৫৭) থেকে বাবর (৮৬৫) আপাতত ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন। ৮২৫ রাঙ্কিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রোহিত শর্মা। কোহলি-রোহিত বাদে প্রথম দশে অন্য কোনো ভারতীয় নেই।

Advertisment

২০১৭-র অগাস্ট থেকে এপ্রিল! দীর্ঘ ১২৫৮ দিন ওডিআইয়ের ক্রমতালিকায় একনম্বর ব্যাটসম্যানের স্থান ধরে রেখেছিলেন বিরাট কোহলি। তবে ২০১০, ২০১২-র যুব বিশ্বকাপের তারকা বাবর আজম কোহলির একচ্ছত্র রাজপাট ভেঙে দিলেন। ২০১৫ সাল থেকে সিনিয়র পর্যায়ে ক্রিকেট খেলছেন বাবর আজম। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২২৮ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ছিল ১০৩।

আরো পড়ুন: করোনায় ছারখার পন্থের দিল্লি! মাঠে নামার আগে ভাইরাসের বলি ক্যাপিটালস সুপারস্টার

কোহলিকে পেরিয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই বাবর ছুঁয়ে ফেললেন স্বদেশীয় জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ এবং মহম্মদ ইউসুফের কীর্তিকে। যাঁরা তাঁর আগেই আইসিসির ওয়ানডে সেরার তকমা পেয়েছিলেন।

ওয়ানডের সঙ্গেই টেস্টে বাবর আজমের স্থান পঞ্চম। যা তাঁর কেরিয়ারের সেরা। টি২০-তে তিন নম্বরে থাকলেও, অতীতে একনম্বর স্থানে ওঠার নজির রয়েছে তাঁর। বাবর আজমের সঙ্গেই ওয়ানডে রাঙ্কিংয়ে দুরন্ত উত্থান ঘটেছে অন্য পাক ব্যাটসম্যান ফখর জামানের। একদিনের ক্রিকেটে তিনি আপাতত সপ্তম স্থানে। ওয়ানডে সিরিজে তিনিও ছিলেন দুর্ধর্ষ মেজাজে। দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার মধ্যে রয়েছে ১৯৩ রানের বিখ্যাত ইনিংস। সিরিজে মোট রানসংখ্যা ৩০২।

বাঁ হাতি সিম বোলার শাহিন আফ্রিদি কেরিয়ারের সেরা ১১ নম্বর স্থানে পৌঁছে গিয়েছেন। জসপ্রীত বুমরা নিজের ৪ নম্বর স্থান ধরে রেখেছেন। তাঁর আগে ক্রমপর্যায়ে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং অন্য কিউয়ি বোলার ম্যাট হেনরি। অলরাউন্ডারদের তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে ৯ নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বেন স্টোকস এবং মহম্মদ নবিকে টপকে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli ICC Ranking
Advertisment