পাকিস্তানে খেলছেন 'কোহলি'! ভাইরাল ভিডিওয় ছক্কার পর ছক্কা

নতুন কোহলির সন্ধান পাওয়া গেল পাকিস্তানে। একের পর এক ছক্কায় ঝড় তুলেছেন তিনি। সবকটি-ই কোহলির স্টাইলে। শোরগোল ক্রিকেট বিশ্বে।

নতুন কোহলির সন্ধান পাওয়া গেল পাকিস্তানে। একের পর এক ছক্কায় ঝড় তুলেছেন তিনি। সবকটি-ই কোহলির স্টাইলে। শোরগোল ক্রিকেট বিশ্বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli with Usama Baloch

বিরাট কোহলির মতোই ব্যাটিং স্টাইল উসামা বালোচের (ফেসবুক ও টুইটার)

ব্যাটিং স্টাইল, ফুটওয়ার্ক, কিংবা ব্যাটের লিফটিং! অবিকল বিরাট কোহলি। যদিও জার্সির রং আলাদা। ফ্রন্ট ফুটে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ কিংবা ডিপ স্কোয়্যার লিগে যখন অবলীলায় প্রতিপক্ষ বোলারদের ধ্বংস করছেন, তখন কে বলবে ইনি বিরাট কোহলি নন। পাকিস্তানের মাটিতেই এবার কোহলির ক্রিকেটীয় ক্লোনের সন্ধান মিলল। বাইশ গজে যিনি অপ্রতিরোধ্য ভঙ্গিতে প্রতিপক্ষ বোলারদের ছাতু করতে পারেন।

আরও পড়ুন

Advertisment

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে কোহলির যোগ্যতা নিয়ে মুখ খুললেন সৌরভ, আনলেন ধোনিকেও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিও-র সৌজন্যেই ওসামা বালোচ আপাতত ক্রিকেট বিশ্বের নজরে। যিনি কোহলীয় স্টাইলে বাইশ গজ মাতিয়ে শিরোনামে। আসলে কর্পোরেট প্রিমিয়ার লিগে জোহর বিয়ার্স-এর হয়ে খেলতে নেমেছিলেন ওসামা বালোচ। দল তখন ৩৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে। যেন অবিকল কোহলি-র দুরন্ত ইনিংসের চিত্রনাট্য। এর পরেই বালোচের ঝলক। ৩৯ বলে ৬৯ রানের ঝড় তোলেন তিনি। সাতটি পেল্লায় ছক্কাও হাকান তিনি। আর প্রায় প্রতিটা ছক্কাই তিনি হাঁকিয়েছেন বিরাট কোহলির স্টাইলে।

Advertisment

তবে তাঁর দুরন্ত ইনিংস ছাপিয়ে শিরোনামে প্লেয়িং স্টাইল। তাঁর বিরাট কোহলির মতো ব্যাটিং স্টাইল নিয়ে এখন নেট দুনিয়ায় জোর আলোচনা চলছে। পাকিস্তানের দেরা মুরাদ জামালি-তে জন্ম বালোচের। ছোট থেকেই ক্রিকেট পাগল বালোচ। পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন তাঁর। জানা গিয়েছে, নির্বাচকদের নজর রয়েছে বালোচের উপর। পরের বছর পাকিস্তান সুপার লিগে তাঁকে খেলতে দেখা যেতে পারে।

যাইহোক, বালোচের বয়স মাত্র ১৮। এখনও যেতে হবে বহু পথ। সেই লক্ষ্যে তিনি সফল হন কিনা, সেটাই আপাতত দেখার।