/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/789-LEAD.jpg)
কেনিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে পাপুয়া নিউ গিনি (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। রবিবার দুবাইয়ে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্য়তা অর্জন করল পিএনজি। যেহেতু নেদারল্য়ান্ডস স্কটল্য়ান্ডকে হারাতে পারল না, সেহেতু পিএনজির ভাগ্য়ের চাকা খুলে গেল।
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পিএনজি-কেনিয়া। টস জিতে কেনিয়া ব্য়াট করতে পাঠায় পিএনজিকে। নেরম্য়ান ভানুয়ার ব্য়াটে (৪৮ বলে ৫৪) ভর করে পিএনজি ১৯.৩ ওভারে ১১৮ রান তোলে। জবাবে কেনিয়া ৭৩ রানে অলআউট হয়ে যায়। কেনিয়ার সর্বোচ্চ রান ইরফান করিমের। ২২ বলে ২৯ রান করেন তিনি। পিএনজির হয়ে দুরন্ত বল করেন নোসাইনা পোকানা। ২১ রান খরচ করে তিন উইকেট তুলে নেন তিনি।
আরও পড়ুন-ওয়ার্নারের প্রথম আর্ন্তজাতিক টি-২০ শতরান, ১৩৪ রানে শ্রীলঙ্কা বধ অজিদের
The moment PNG qualified for the #T20WorldCup!
Look how much it means to them! pic.twitter.com/F2PM64vAcn
— T20 World Cup (@T20WorldCup) October 27, 2019
We know 12 of the teams who'll be at the Men's #T20WorldCup but who'll be the final four to join them in ?????????
Afghanistan
Australia
Bangladesh
England
India
Ireland
New Zealand
Pakistan
PNG
South Africa
Sri Lanka
West Indies
____________
____________
____________
____________ pic.twitter.com/qgZyCk5oJN— T20 World Cup (@T20WorldCup) October 28, 2019
১৬ দলীয় টি-২০ বিশ্বকাপের জন্য় ১২টি দেশ ইতিমধ্য়ে নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্য়ান্ড, ভারত, আয়ারল্য়ান্ড, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, পিএনজি, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে। বাকি কোন চার দল উঠবে, তা উত্তর দেবে সময়।