Advertisment

টি-২০ বিশ্বকাপের মূল পর্বে পাপুয়া নিউ গিনি

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। রবিবার দুবাইয়ে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্য়তা অর্জন করল পিএনজি

author-image
IE Bangla Web Desk
New Update
Papua New Guinea Cricket Team Make History, Qualify For 2020 T20 World Cup

কেনিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে পাপুয়া নিউ গিনি (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। রবিবার দুবাইয়ে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্য়তা অর্জন করল পিএনজি। যেহেতু নেদারল্য়ান্ডস স্কটল্য়ান্ডকে হারাতে পারল না, সেহেতু পিএনজির ভাগ্য়ের চাকা খুলে গেল।

Advertisment

টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পিএনজি-কেনিয়া। টস জিতে কেনিয়া ব্য়াট করতে পাঠায় পিএনজিকে। নেরম্য়ান ভানুয়ার ব্য়াটে (৪৮ বলে ৫৪) ভর করে পিএনজি ১৯.৩ ওভারে ১১৮ রান তোলে। জবাবে কেনিয়া ৭৩ রানে অলআউট হয়ে যায়। কেনিয়ার সর্বোচ্চ রান ইরফান করিমের। ২২ বলে ২৯ রান করেন তিনি। পিএনজির হয়ে দুরন্ত বল করেন নোসাইনা পোকানা। ২১ রান খরচ করে তিন উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন-ওয়ার্নারের প্রথম আর্ন্তজাতিক টি-২০ শতরান, ১৩৪ রানে শ্রীলঙ্কা বধ অজিদের

১৬ দলীয় টি-২০ বিশ্বকাপের জন্য় ১২টি দেশ ইতিমধ্য়ে নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্য়ান্ড, ভারত, আয়ারল্য়ান্ড, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, পিএনজি, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে। বাকি কোন চার দল উঠবে, তা উত্তর দেবে সময়।

cricket ICC Worldcup
Advertisment