/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Paras-Khadka_.jpg)
নেপালের প্রথম শতরানকারী পরশ খাদকা (টুইটার)
নেপালের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন পরশ খাদকা। শনিবারেই নেপালের খেলা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে। সেখানেই ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩১ বছরের তারকা নেপালি ৫২ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পরশের দুর্ধর্ষ ইনিংস সাজানো সাতটা বাউন্ডারি এবং নটা ওভার বাউন্ডারিতে।
এখানেই খাদকার কৃতিত্ব শেষ নয়। টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে রান তাড়া করে শতরান করার নজিরেও তিনি প্রথম। মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করেন তিনি। পাশাপাশি এশীয় ক্রিকেটারদের মধ্যে খাদকার শতরান চতুর্থ দ্রুততম। দেড়শোর উপর রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে আরিফ শেখের সঙ্গে ১৪৫ রানের পার্টনারশিপ উপহার দেন দলকে। টি টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে রান তোলার নিরিখে আরিফ শেখ-পরশ খাদকারের ১৪৫ রান আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম স্থানে। খাদকারের সঙ্গী আরিফ ৩৮ বলে ৩৯ করেন।
Its raining sixes at singapur by paras khadka......????????????????????@paras77pic.twitter.com/oK0IabMTG0
— Aneel mahato (@Aliceanilmahato) September 28, 2019
আরও পড়ুন খেলো ইন্ডিয়া-য় কেন্দ্রীয় সরকারের কয়েক কোটি টাকার অর্থ সাহায্য
পরশের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে নেপাল সিঙ্গাপুরের টার্গেট চার ওভার বাকি থাকতেই স্কোরবোর্ডে তুলে দেয়। সিঙ্গাপুর বনাম নেপালের টি২০ সিরিজে প্রথম ম্যাচেই নয় উইকেট জয় পেল নেপাল। এর আগে সিঙ্গাপুর টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক টিম ডেভিস সিঙ্গাপুরের হয়ে সর্বোচ্চ রান করে যান। ৬৪ রানে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিছানে একটিও উইকেট নিতে ব্যর্থ হলেও বল হাতে কৃপণ বোলিংয়ের নমুনা রাখেন। নির্দিষ্ট চার ওভারের কোটায় মাত্র ১৮ রান খরচ করেন। অন্যান্য নেপালি বোলারদের মধ্য়ে কেসি কারেন ৩৪ রান খরচ করে ২ উইকেট নেন। সুশান ভারির দখলে ১ উইকেট।
আরও পড়ুন CPL 2019: সিপিএলে বিধ্বংসী ব্যাটিং ডুমিনি-র, দেখুন ভিডিও
নেপাল বনাম সিঙ্গাপুর ম্যাচে আরও এক নজির দেখল আন্তর্জাতিক ক্রিকেট। রান তাড়া করার সময় শতরান রয়েছে এমন ইনিংসের এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৬১। শতপান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (১০৩)। প্রসঙ্গত, নেপালের হয়ে আন্তর্জাতিক স্তরে একদিনের ম্যাচে প্রথম শতরানও করেছিলেন খাদকা।
Read the full article in ENGLISH