New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Neeraj-Chopra-Mother-Shoaib-Akhter.jpg)
Neeraj Chopra Mother-Shoaib Akhter: বামদিকে নীরজ চোপড়ার মা। ডানদিকে শোয়েব আখতার। (ছবি- টুইটার)
Neeraj Chopra Mother-Shoaib Akhter: বামদিকে নীরজ চোপড়ার মা। ডানদিকে শোয়েব আখতার। (ছবি- টুইটার)
Arshad Nadeem, Neeraj Chopra: প্যারিস অলিম্পিকে রৌপ্যপদক জয়ী নীরজ চোপড়ার মায়ের প্রতি বিশেষ বার্তা দিলেন শোয়েব আখতার। শোয়েবের সেই বার্তার পর এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। গতবারের অলিম্পিক অর্থাৎ টোকিও অলিম্পিকে সোনা পেলেও নীরজকে প্যারিস অলিম্পিকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই ইভেন্টে সোনা জিতেছে পাকিস্তানের আরশাদ নাদিম।
নীরজ রুপো জেতার পর, প্রতিক্রিয়া দিতে সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন তাঁর মা সরোজ দেবী। তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, 'আমি খুবই খুশি। আমার তো রুপোও সোনার মতই মনে হচ্ছে। যে সোনা পেয়েছে, সে-ও আমার ছেলে। পরিশ্রম করে পেয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের একটা সেরা বা নিজস্ব দিন থাকে।' নীরজের মায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার। তিনি সোশ্যাল মিডিয়ায় এক্স বার্তায় লিখেছেন, 'সোনা যে জিতেছে, সে-ও আমারই ছেলে। এটা কেবল একজন মা-ই বলতে পারেন। অসাধারণ!'
"Gold jis ka hai, wo bhi hamara he larka hai".
Yeh baat sirf aik maa he keh sakti hai. Amazing.— Shoaib Akhtar (@shoaib100mph) August 9, 2024
ভারতীয় অন্যান্য নেটিজেনরাও এই টুইটের প্রেক্ষিতে নীরজের মায়ের প্রশংসা করেছেন। তাঁরা বলেছেন, নীরজের মা হলেন একজন আদর্শ মা। নীরজের মা কথাটা ঠিকই বলেছিলেন। জ্যাভলিনে সোনা জেতার দিনটা আসলে ছিল আরশাদ নাদিমের। প্যারিস অলিম্পিকে আরশাদ সোনা জেতার পর নীরজের বাবা প্রতিক্রিয়ায় বলেছেন, 'ছেলেকে সোনা দেওয়ার জন্য আমরা তো আর চাপ দিতে পারি না। প্রত্যেক খেলোয়াড়ের সেরা দিন নির্দিষ্ট থাকে। আজ আরশাদ নাদিমের দিন ছিল। আর, সেই জন্য আরশাদ সোনা জিতেছে। আমরা আরেকটা অলিম্পিকেও মেডেল পেয়েছি, এটাই তো এক বিরাট খুশির ব্যাপার। কারণ, আরেকটা অলিম্পিকে পদক জেতার মানে আমরা অন্য দেশের সঙ্গে লড়াই করতে পারছি।'
এবারে অলিম্পিকে নামার আগে নীরজ বেশ কিছুদিন চোট-আঘাতে ভুগেছেন। সেই চোটের জন্য বহুদিন ঠিকমতো অনুশীলন করতে পারেননি। পরে, নিজের সর্বোচ্চ মাত্রার যে দূরত্ব তিনি স্থির করেছিলেন, তত দূর পর্যন্ত জ্যাভলিনও ছুড়তে পারেননি। তাতেও রুপো এসেছে। সেই কারণে এটুকুতেই সন্তুষ্ট থাকতে চায় চোপড়া পরিবার।