জৈব নিরাপদ পরিবেশের নিরাপত্তা নিয়ে আগেই ইংল্যান্ডের ক্রিকেটাররা সংশয় প্রকাশ করেছিলেন। এবার পার্ল ওডিআই বাতিল করে দেওয়া হল। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ক্রিকেটারদের টিম হোটেলে বেশ কিছু করোনা সংক্রমিতের সন্ধান মেলায় তড়িঘড়ি ওডিআই বাতিল করে দেওয়া হল।
রবিবারই ওডিআইয়ের দিনক্ষণ ঠিক ছিল। তবে ম্যাচ শুরুর মাত্র ৩০ মিনিট আগে বাতিল করে দেওয়া হয়। হোটেল কর্মীর করোনা সংক্রমিত হওয়ার পর ইংল্যান্ড দলের সবার আরো একবার কোভিড টেস্ট করা হয়। ফলাফল না আসায় তাই শনিবারের ম্যাচ খেলতে চায়নি ইংরেজরা। তারপরেই সেই ম্যাচ পিছিয়ে রবিবার করা হয়।
আরো পড়ুন: সৌরভের মত নেতা হতে কোহলিকে খাটতে হবে, কাইফের তোপে কোহলি
ইসিবির তরফে বিবৃতিতে বলা হয়, "হোটেলের দুজন কর্মী কোভিড আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড দলের ক্রিকেটার এবং ম্যানেজমেন্ট অতিরিক্ত একবার পিসিআর টেস্ট করিয়েছে। সেই টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত ওডিআই ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এখন রবিবারের ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সোমবার এবং বুধবারের ম্যাচ আর খেলা হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বৃহস্পতিবারই দেশে ফিরে যাওয়ার কথা ইংল্যান্ড দলের।
এমনিতে আর্থিক সমস্যায় জর্জরিত দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। ভারত সফরে গিয়েই ফিরে আসতে হয়েছিল। এরপর কোভিডের কারণে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ সফর ও বাতিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে ছিল প্রোটিয়াজ ক্রিকেট বোর্ড। তবে সেই সিরিজও পূর্ণ করা সমস্যায় পড়েছে তারা। এর আগে তিন ম্যাচের টি২০ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ০-৩ এ হেরেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার প্রথম ওডিআইয়ের আগেই একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জৈব নিরাপদ পরিবেশেই করোনা সংক্রমিত হন। তারপরেই নতুন করে একবার কোভিড টেস্ট হয় ইংরেজদের। ম্যাচও পিছিয়ে দেওয়া হয়। তারপরেই হোটেল কর্মীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন