Advertisment

ক্রিকেট কেরিয়ারে 'পর্দা নামালেন', বাইশ গজে আর দেখা যাবে না পার্থিবকে

টুইটারে এদিন তিনি জানান, "সমস্ত ধরনের ক্রিকেট থেকে আজ অবসর গ্রহণ করছি। ১৮ বছর লম্বা ক্রিকেট কেরিয়ারে পর্দা নামিয়ে দিলাম।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন পার্থিব প্যাটেল। বুধবার টুইটারে নিজের অবসর ঘোষণা করে দেন তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। এর পরে টেস্টে আরো ২৫টি ম্যাচ খেলেন টিম ইন্ডিয়ার হয়ে। ৩১.১৩ গড়ে করেছেন ৯৩৪ রান।

Advertisment

আরো ৩৮টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন তিনি। জোহানেসবার্গে ২০১৮ সালে টেস্ট ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন।

আরো পড়ুন: সৌরভের মত নেতা হতে কোহলিকে খাটতে হবে, কাইফের তোপে কোহলি

টুইটারে এদিন তিনি জানান, "সমস্ত ধরনের ক্রিকেট থেকে আজ অবসর গ্রহণ করছি। ১৮ বছর লম্বা ক্রিকেট কেরিয়ারে পর্দা নামিয়ে দিলাম। কৃতজ্ঞতায় বুক ভারি হয়ে আসছে। ১৭ বছরের এক বালকের উপর বিসিসিআই অনেক ভরসা দেখিয়েছিল। এতদিন ধরে আমার পাশে দাঁড়ানোর জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।"

লম্বা টুইটে এরপরে তিনি আরো জানিয়েছেন, "আমার যাত্রাপথে সাহায্য করার জন্য গুজরাত ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানাই। যেভাবে আমার উপর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, এবং যেকোনো ফরম্যাটে জেতায়, তার থেকে বড় আনন্দের অনুভূতি আর কিছুতে হতে পারে না।"

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা পার্থিব। ১৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১ হাজারের বেশি রান করেছেন। ২৭টি সেঞ্চুরি সহ ৬৭টি হাফসেঞ্চুরিও তাঁর নামের পাশে। গত কয়েক মরশুম ধরেই পার্থিব গুজরাত দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ২০২৬-১৭ সালে রঞ্জিতে চ্যাম্পিয়নও হয় গুজরাত পার্থিবের ক্যাপ্টেন্সিতে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদের মত একাধিক দলে খেলেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI
Advertisment