Advertisment

IPL 2020: টুইটে খোঁচা ডিন জোন্সের, প্রাক্তন অজিকে স্ট্রেইট ব্য়াটে ওড়ালেন পার্থিব

বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (আরসিবি) দলে আমূল বদল এনেছে। তারা ১৩ জন প্লেয়ারকে ধরে রেখেছে আর ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। রয়ে গিয়েছেন উইকেটকিপার-ব্য়াটসম্য়ান পার্থিব প্য়াটেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Parthiv Patel's Cryptic Response To Dean Jones's Dig

টুইটে খোঁচা ডিন জোন্সের, প্রাক্তন অজিকে স্ট্রেইট ব্য়াটে ওড়ালেন পার্থিব

এক মাস পরেই কলকাতায় আইপিএলের মেগা নিলাম।  তার আগে গত শুক্রবারই ফ্র্য়াঞ্চাইজিগুলি জানিয়ে দিয়েছে তাঁরা কোন কোন ক্রিকেটারকে রাখছে আর কোন কোন ক্রিকেটারকে ছাড়ছে।

Advertisment

বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (আরসিবি) দলে আমূল বদল এনেছে। তারা ১৩ জন প্লেয়ারকে ধরে রেখেছে আর ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। রয়ে গিয়েছেন উইকেটকিপার-ব্য়াটসম্য়ান পার্থিব প্য়াটেল।

আরও পড়ুন-IPL 2020: ফ্য়ানের যুক্তিতে বিরাটের কাঁটা ম্য়াকক্লেনাঘান, টুইটে লাইক কিউয়ি পেসারের

আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন ১৫ নভেম্বর টুইট করে জানিয়ে দিয়েছেন যে, কাদের রাখা হয়েছে ২০২০ আইপিএলের জন্য়। পার্থিবের নাম দেখে চমকে গিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার ও অধুনা ক্রিকেট বিশেষজ্ঞ ডিন জোন্স তিনি সেই টুইটারে লেখেন, ''তোমরা পার্থিব প্য়াটেলকে রেখে দিলে"?

ডিনের এই খোঁচার উত্তরটা সরস ভাবেই দিয়েছেন পার্থিব। তিনি টুইট করে লিখলেন, ''যাতে আপনি ডাগআউটে শান্তিতে বসতে পারেন।" গত মরসুমে পার্থিব আরসিবি-র হয়ে দারুণ ক্রিকেট খেলেছেন। ৩৭৩ রান করেছেন তিনি।

আরও পড়ুন-IPL 2020: মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন ট্রেন্ট বোল্ট

২০২৮-তে আরসিবি-তে আসার পর থেকে তিনি নিয়মিত ভাবে প্রথম একাদশে সুযোগ পেয়ে আসছেন পার্থিব। এখনও পর্যন্ত ১৩৯টি আইপিএলে ২৮৪৮ রান করেছেন ভারতের ব্রাত্য় ক্রিকেটার। ১৩টি অর্ধ-শতরান রয়েছে আহমেদাবাদের এই ক্রিকেটারের। সর্বোচ্চ স্কোর ৮১।

RCB Virat Kohli IPL
Advertisment