কেরিয়ারের সেরা পারফরম্যান্স দিলেন প্যাট কামিন্স। বল হাতে কামাল দেখিয়ে ব্যাটেও মুগ্ধ করলেন তিনি। অনেকে এখনই কামিন্সকে অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার হিসেবে দেখছেন। মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের চতুর্থ দিনে ভারতকে কাঙ্খিত জয় পেতে দিলেন না এই কামিন্সই। তাঁর জন্যই বিরাটদের জয়ের জন্য আরও একটা দিন অপেক্ষা করতে হবে।
২৭ রানে ৬ উইকেট নেওয়া কামিন্স গত দুই ইনিংসে ৪৫ ওভার বল করেছেন। ভেবেছিলেন যে, মেলবোর্নের তৃতীয় দিনে একটু বিশ্রাম নিতে পারবেন তিনি। কিন্ত কল্পনা করেননি যে, তাঁর দলের প্রথম সাতজন ব্যাটসম্যানই প্রয়োজনে জ্বলে উঠতে পারবেন না। এদিন আটে ব্যাট করতে নেমে তিনিই অজিদের হয়ে একা কুম্ভ রক্ষা করলেন। খেললেন ১০৩ বলের অপরাজিত ৬১ রানের ইনিংস। পাঁচটি চারও একটি ছয়ও মেরেছেন তিনি। বক্সিং-ডে টেস্টেই দেখলেন জীবনের সেরা অলরাউন্ড পারফরম্যান্স।
আরও পড়ুন: কামিন্সের ব্যাটে প্রলম্বিত ভারতের জয়
Career-best bowling figures and career-best batting performance on the same day for Pat Cummins. What. A. Guy.#AUSvIND | @Domaincomau pic.twitter.com/fehlmLz1QF
— cricket.com.au (@cricketcomau) December 29, 2018
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: