/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Cheteshwar-Pujara-runout.jpg)
অতীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পূজারার রানআউট হওয়ার মুহূর্ত (ছবি টুইটার)
বৃহস্পতিবার অ্যাডিলেডে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর ব্যাটেই প্রথম ইনিংসে ভারতের মুখরক্ষা হয়েছে। যখন ভারতের বাকি ব্যাটসম্য়ানরা তাসের ঘরের মতো ভেঙে পড়ছিলেন ঠিক তখনই প্রকৃত যোদ্ধার মতো নিজের উইকেট আগলেছেন পূজারা।
১৯ রানে তিন উইকেট হারানো দলটা পূজারা সৌজন্যে দিনের শেষে ন’উইকেট হারিয়ে ২৫০ রান তুলতে সমর্থ হয়েছে। কেরিয়ারের ১৬ নম্বর টেস্ট সেঞ্চুরিতে ভারতকে লড়ার রসদ জুগিয়েছেন পূজারা। এদিন ম্যাচের ৮৮ ওভারের শেষ বলে পূজারাকেও ফিরতে হয় সাজঘরে। তাঁর ২৪৬ বলের সংযমী ইনিংস থামে ১২৩ রানে। মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও ন্যাথাল লিঁয়রা বাগে আনতে পারেননি পূজারাকে। কিন্তু সৌরাষ্ট্রের ব্য়াটসম্যান এদিন থামলেন কামিন্সের একটি অনবদ্য় থ্রো-তে রানআউট হয়ে।
আরও পড়ুন: দেখুন খোয়াজার অবিশ্বাস্য ক্যাচে যেভাবে আউট হলেন কোহলি!
Unreal. This is simply stunning from @patcummins30, especially after sending down 19 rapid overs on a blazing hot Adelaide day!#AUSvIND | @Toyota_Auspic.twitter.com/APvK1GYBRd
— cricket.com.au (@cricketcomau) December 6, 2018
তখন পূজারার সঙ্গে ক্রিজে ছিলেন মহম্মদ শামি। নিজে স্ট্রাইক নেওয়ার চেষ্টাই করছিলেন পূজারা। জোশ হ্যাজেলউডের ওভারের পঞ্চম বলে ফ্লিক করেছিলেন পূজারা। আর বল পৌঁছে গিয়েছিল শর্ট মিড-উইকেটে কামিন্সের হাতে। পুজারা রান চুরির চেষ্টায় দৌড় লাগিয়েও শেষরক্ষা করতে পারেননি। কামিন্সে অ্যাথলেটিসিজমের কাছে হার মানতে হয় তাঁকে। প্রায় শূন্যে ভেসেই লক্ষ্যভেদ করেন কামিন্স। এই প্রথম নয়, অতীতেও কিন্তু পূজারা একাধিকবার রান আউট হয়েছেন। সমালোচকদের থেকে 'রানআউট স্পেশালিস্ট' আখ্যাও পেয়েছেন তিনি।
অজি ফিল্ডিংয়ের ধার বোঝা গিয়েছিলে এদিন সকালেই। ম্যাচের এগারো ওভারের তৃতীয় বলে কামিন্সের বলে বিরাট কোহলি ড্রাইভ করেন। উড়ে আসা বল বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে বাঁ-হাতে তালুবন্দি করেছিলেন খোয়াজা।