আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্য়ানদের তালিকায় এক নম্বরেই রইলেন বিরাট কোহলি। প্রথম দশে কোহলি ছাড়া রয়েছেন চেতেশ্বর পূজারা। তিনেই রইলেন তিনি। তবে এই র্যাঙ্কিংয়ে আলাদা নজর কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্টবোলার প্যাট কামিন্স। এক অনন্য নজির গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে সরিয়ে দু'ধাপ এগিয়ে তিনি একে এসেছেন। আর মগডালে বসার পথে ইতিহাস লিখলেন কামিন্স।
অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার পর সেদেশের প্রথম বোলার হিসেবে কামিন্স র্যাঙ্কিংয়ের এক নম্বরে এলেন। ২০০৬ সালে ম্যাকগ্রা টেস্টের এক নম্বর বোলার হয়েছিলেন। মাঝখানে পার হয়ে গিয়েছে ১৩টা বছর। কামিন্সের আগে আর কেউই প্রথম হতে পারেননি। জেসম অ্যান্ডারসন দু'কদম এগিয়ে দু'নম্বরে এসেছেন। রাবাদা এখন তিনে।
আরও পড়ুন: আইসিসি টেস্ট র্যাঙ্কিং: শীর্ষেই কোহলি ও তাঁর টিম
দেখতে গেলে কামিন্স দুরন্ত সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। গত সপ্তাহে তাঁর মুকুটে যুক্ত হয়েছিল অনন্য পালক। কেরিয়ারের প্রথম অ্যালান বর্ডার মেডেলে ভূষিত হন তিনি। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হওয়ার সুবাদে এই পুরস্কার পান তিনি। ৯ জানুয়ারি ২০১৮ থেকে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে কামিন্স ৪৪টি উইকেট পান। ১৮ বছর বয়সে কামিন্স অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম টেস্ট খেলেন। অভিষেকেই ঝলসেছিলেন তিনি। সাত উইকেট পান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর গুরুতর চোটের জন্য পাঁচ বছর পর দ্বিতীয় টেস্ট খেলেন তিনি।
আইসিসি-র প্রথম ১০ টেস্ট ব্যাটসম্যান: ১) বিরাট কোহলি (৯২২ পয়েন্ট), ২) কেন উইলিয়ামসন (৮৯৭), ৩) চেতেশ্বর পূজারা (৮৮১ পয়েন্ট), ৪) স্টিভ স্মিথ (৮৫৭ পয়েন্ট), ৫) জো রুট (৭৬৩ পয়েন্ট), ৬) হেনরি নিকোলস (৭৬৩ পয়েন্ট), ৭) ডেভিড ওয়ার্নার (৭৫৬ পয়েন্ট), ৮) কুইন্টন ডি কক (৭১০ পয়েন্ট), ৯) আইদেন মারক্রম (৭১০ পয়েন্ট), ১০) ফাফ দু প্লেসিস (৬৮৮ পয়েন্ট)
আইসিসি-র প্রথম ১০ টেস্ট বোলার: ১) প্যাট কামিন্স (৮৭৮ পয়েন্ট), ২) জিমি অ্যান্ডারসন (৮৬২ পয়েন্ট), ৩) কাগিসো রাবাদা (৮৪৯ পয়েন্ট), ৪) ভার্নন ফিলান্ডার (৮২১ পয়েন্ট), ৫) রবিন্দ্র জাদেজা (৭৯৪ পয়েন্ট), ৬) ট্রেন্ট বোল্ট (৭৭১ পয়েন্ট), ৭) জেসন হোল্ডার (৭৭০ পয়েন্ট), ৮) মহম্মদ আব্বাস (৭৭০ পয়েন্ট), ৯) টিম সাউদি (৭৬৭ পয়েন্ট) ১০) রবিচন্দ্রন অশ্বিন (৭৬৩ পয়েন্ট)