Advertisment

আরও চার বছর ভারতীয় দলের টাইটেল স্পনসর পেটিএম

২০১৫ সালের পরে ২০১৯ সালেও পেটিএম ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হচ্ছে। বিশাল অর্থের বিনিময়ে ভারতীয় দলের টাইটেল স্পনসরশিপ ধরে রাখল মোবাইল ওয়ালেট সংস্থাটি।

author-image
IE Bangla Web Desk
New Update
PAYTM

ভারতীয় দলের টাইটেল স্পনসর থাকছে পেটিএম (ফেসবুক)

ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরের চুক্তি ধরে রাখল পেটিএম। জাতীয় দলের টাইটেল স্পনসরের জন্য ডাকা দরপত্রে সবথেকে বেশি বিড দিল বর্তমানের টাইটেল স্পনসর পেটিএম-ই। ঘরোয়া ও আন্তর্জাতিক দুই ধরনের ক্রিকেটেই বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হল মোবাইল ওয়ালেট সংস্থাটি। প্রতিটি ম্যাচ পিছু ৩.৮০ কোটি টাকা দিচ্ছে পেটিএম।

Advertisment

২০১৫ সালে এর আগে চার বছরের চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসর হয়েছিল পেটিএম। তারপরে ২০১৯-এও সেই চুক্তি ধরে রাখতে সক্ষম তারা। বোর্ডের পাঠানো ই-মেল বিবৃতিতে জানানো হয়েছে, "২০১৯-২০২৩ সাল চার বছরে ঘরোয়া ক্রিকেটে ৩২৬.৮০ কোটি টাকা বিড দিয়েছে সংস্থাটি। ম্যাচ পিছু উইনিং বিড ৩.৮০ কোটি টাকা। যা গত বছরে ছিল ২.৪ কোটি টাকা। এর অর্থ ৫৮ শতাংশ অর্থবৃদ্ধি ঘটাচ্ছে সংস্থাটি।"

আরও পড়ুন ভারত নেই লর্ডসে! কোটি কোটি টাকার ক্ষতি বিশ্বকাপে, জানুন অঙ্কের হিসেব

বিসিসিআইয়ের সিইও রাহুল জহুরি এক বিবৃতিতে বলেন, "জানানো হচ্ছে, পেটিএম হোম সিরিজে টাইটেল স্পনসর হচ্ছে। দেশের বর্তমান প্রজন্মের অন্যতম একটি প্রথমসারির কোম্পানি পেটিএম। ভারতীয় ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদি গাঁটছড়া বাঁধার ফলে বিসিসিআই-ও খুশি।"

আরও পড়ুন ভারতের বাকি ম্য়াচে চারুলতার টিকিট স্পনসর করবেন মহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্য়ান

পেটিএম-এর প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয়শঙ্কর শর্মা জানান, "বিসিসিআইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিত্তিতে সম্পর্কস্থাপন করতে পারায় আমরা বেশ আনন্দিত। প্রতিটি মরশুমেই ভারতীয় দলের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে চলেছে। ভারত ক্রিকেট ভালবাসে এবং পেটিএম ক্রিকেটের সবথেকে বড় ভক্ত।"

Read the full article in ENGLISH

cricket BCCI
Advertisment