Preity Zinta helps India Army Jawan's families: বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta) একজন আর্মি অফিসারের কন্যা। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতি তাঁর আবেগ অনেক গভীর ও ব্যক্তিগত। আর সেই আবেগ থেকেই কুর্নিশযোগ্য উদ্যোগ নিলেন পাঞ্জাব কিংসের মালকিন। ‘অপারেশন সিন্দুর’-এর পর শহিদ সেনাদের স্ত্রী ও তাঁদের সন্তানদের সহায়তার জন্য ১.১০ কোটি টাকা অনুদান দিলেন প্রীতি।
এই সাহায্য ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া অপারেশন সিন্দুরের (Operation Sindoor) অংশ হিসেবে করা হয়েছে। এই অনুদান সাউথ ওয়েস্টার্ন কমান্ডের আওতাধীন আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (AWWA)-কে দেওয়া হয়েছে। এই উদ্যোগ পাঞ্জাব কিংসের (Punjab Kings) কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR)-এর অংশ, যার সহ-কর্ণধার প্রীতি জিন্টা।
এই দানের বিষয়ে শনিবার (২৪ মে) একটি বিবৃতিতে জানানো হয়, যেখানে বলা হয়, “এই অনুদান শহিদ পরিবারগুলিকে শক্তি জোগাতে এবং তাঁদের সন্তানদের শিক্ষার সহায়তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।” ‘টাইমস নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রীতির এই অনুদান জয়পুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রদান করা হয়, যেখানে সাউথ ওয়েস্টার্ন কমান্ডের সেনা কমান্ডার, রিজিওনাল প্রেসিডেন্ট শক্তি এবং সেনাবাহিনীর সদস্যরা ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ১৪ বছরের বৈভবের সঙ্গে প্রীতি জিন্টার অশ্লীল ছবি ভাইরাল, ক্ষোভে ফেটে পড়লেন ডিম্পল গার্ল
‘সেনাদের পাশে ঐক্যবদ্ধভাবে আছি’
জয়পুরে অনুষ্ঠানে প্রীতি বলেন, “আমাদের সেনাবাহিনীর বীর পরিবারদের সহায়তা করা আমাদের কাছে একদিকে গৌরব, অন্যদিকে দায়িত্ব। আমাদের সেনাদের আত্মত্যাগের কোনও প্রকৃত মূল্য কখনও দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে পারি এবং তাঁদের আগামী যাত্রায় সহায়তা করতে পারি। আমরা ভারতের বীর সেনাদের উপর গর্বিত এবং তাঁদের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করি। আমরা দেশ ও আমাদের সাহসী সেনাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি।”
আরও পড়ুন 'ছেলেরা এত খায়!', টিমকে কথা দিয়ে ফেঁসে যান প্রীতি জিন্টা