IPL 2025: ভাংড়া থামল মরুঝড়ে! জোফ্রা আর্চারের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত শ্রেয়াস বাহিনী

IPL 2025: Jofra Archer’s fiery spell dismantles Punjab Kings as Rajasthan Royals secure a massive 50-run win. রাজস্থান রয়্যালস ৫০ রানে হারাল পাঞ্জাব কিংসকে। জয়সওয়ালের অর্ধশতক ও আর্চারের আগুনে স্পেলে ভর করে দুর্দান্ত জয়।

IPL 2025: Jofra Archer’s fiery spell dismantles Punjab Kings as Rajasthan Royals secure a massive 50-run win. রাজস্থান রয়্যালস ৫০ রানে হারাল পাঞ্জাব কিংসকে। জয়সওয়ালের অর্ধশতক ও আর্চারের আগুনে স্পেলে ভর করে দুর্দান্ত জয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Punjab Kings vs Rajasthan Royals IPL 2025: পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস ম্যাচের দৃশ্য

Punjab Kings vs Rajasthan Royals IPL 2025: পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস ম্যাচের দৃশ্য। (ছবি- আইপিএল)

Jofra Archer, Yashasvi Jaiswal Shine as Rajasthan Royals Crush Punjab Kings by 50 Runs: আইপিএল ২০২৫-এর ১৮ নম্বর ম্যাচে পাঞ্জাব কিংসের অপরাজিত যাত্রা থামাল রাজস্থান রয়্যালস। শনিবার চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫০ রানের বড় জয় পেল সঞ্জু স্যামসনের দল। টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ৪ উইকেটে ২০৫ রান। যা এই স্টেডিয়ামের সর্বোচ্চ দলগত স্কোর। 

Advertisment

যশস্বী জয়সওয়াল ৪৫ বলে ৬৭ রান করে মরুরাজ্যের দলের ইনিংসের ভীত গড়েছিলেন। যদিও এদিন তিনি তাঁর আইপিএল কেরিয়ারের সবচেয়ে ধীরগতির অর্ধশতক করেন। যশস্বীকে সহায়তা করেন সঞ্জু স্যামসন (২৬ বলে ৩৮) ও রিয়ান পরাগ (২৫ বলে ৪৩)। শেষদিকে হেটমায়ারও যোগ করেন ২০ রান। ধ্রুব জুরেল করেন ৫ বলে ১৩ রান।

Advertisment

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বস্ত হয় পাঞ্জাব। জোফ্রা আর্চার প্রথম ওভারেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন — প্রিয়াংশ আর্যাকে গোল্ডেন ডাক ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ক্লিন বোল্ড করেন। কুমার কার্তিকেয়র বলে ফেরেন প্রভসিমরন সিং। সন্দীপ শর্মা ফেরান মার্কাস স্তোইনিসকে। এই পরিস্থিতিতে পঞ্জাবকে তুলে ধরার চেষ্টা করেছিলেন নেহাল ওয়াধেরা ও গ্লেন ম্যাক্সওয়েল। নেহাল ৪১ বলে ৬২ রান করেন। আর, ম্যাক্সওয়েল ২১ বলে ৩০। নেহালের উইকেট নেন হাসারাঙ্গা। আর, ম্যাক্সওয়েলের থিকশানা। 

আরও পড়ুন- আইপিএলে লজ্জার রেকর্ড! পঞ্জাব-রাজস্থান ম্যাচে কলঙ্কিত যশস্বী

শেষের ৫ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ৭৫ রান। অর্থাৎ, প্রতি ওভারে ১৫ করে রান তুলতেই হবে। ফলে, হারটা কার্যত নিশ্চিতই হয়ে গিয়েছিল তখনই। এই পরিস্থিতিতে সূর্যাংশ শেরগে ২ রানে মার্কো জানসেন ৩ রানে এবং অর্শদীপ সিং ১ রানে ফিরে যান। তবুও হাল ছাড়েননি শশাঙ্ক সিং ও লকি ফার্গুসন। শশাঙ্ক সিং ১০ ও ফর্গুসন ৪ রানে অপরাজিত থেকে যান। ২০ ওভার ৯ উইকেটে পঞ্জাব থেমে যায় ১৫৫ রানে।  

cricket Cricket News Indian Premier League (IPL) Rajasthan Royals Punjab Kings