IPL Record: আইপিএলে লজ্জার রেকর্ড! পঞ্জাব-রাজস্থান ম্যাচে কলঙ্কিত যশস্বী

Yashasvi Jaiswal hit a fifty off 40 balls against Punjab Kings, registering the slowest half-century of his IPL career despite a strong start for Rajasthan Royals. পাঞ্জাব কিংসের সঙ্গে রাজস্থান রয়্যালসের শনিবারের ম্যাচে টানটান উত্তেজনার মধ্যেই তৈরি হল এই লজ্জার রেকর্ড।

Yashasvi Jaiswal hit a fifty off 40 balls against Punjab Kings, registering the slowest half-century of his IPL career despite a strong start for Rajasthan Royals. পাঞ্জাব কিংসের সঙ্গে রাজস্থান রয়্যালসের শনিবারের ম্যাচে টানটান উত্তেজনার মধ্যেই তৈরি হল এই লজ্জার রেকর্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Punjab Kings vs Rajasthan Royals: পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের একটি দৃশ্য

Punjab Kings vs Rajasthan Royals: পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল)

Despite Half-Century, Yashasvi Jaiswal Sets Unwanted Record in IPL 2025 vs PBKS: আইপিএল ২০২৫-এর ১৮ নম্বর ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও এক ‘লজ্জার’ রেকর্ড গড়ে ফেললেন রাজস্থান রয়্যালস তারকা যশস্বী জয়সওয়াল। ম্যাচে ৪০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি, যা তাঁর আইপিএল কেরিয়ারের সবচেয়ে ধীরতম অর্ধশতক।

Advertisment

সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম উইকেটে ৮৯ রানের জুটি গড়েন যশস্বী। তিনি ৪৫ বলে ৬৭ রান করেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। যদিও এই ইনিংসের মধ্যে দিয়েই তিনি নিজের নামের সঙ্গে জুড়ে নিলেন একটি অপ্রীতিকর রেকর্ড। এত ধীরগতির অর্ধশতরান আগে কখনও করেননি যশস্বী।

এর আগে তাঁর ধীরতম ফিফটি ছিল ২০২২ সালে মুম্বাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, যেখানে তিনি ৩৯ বলে ফিফটি করেছিলেন। এছাড়া ২০২৩ সালে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৩৫ বলে এবং হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে ৩৪ বলে ফিফটি করেছিলেন।

আরও পড়ুন- আইপিএলেও কি বাঙালি বিদ্বেষ? অভিষেক পোরেলকে কিপিং থেকে সরালেন দিল্লির রাহুল

Advertisment

এখানে যশস্বী জয়সওয়ালের আইপিএলে করা সবচেয়ে ধীর অর্ধশতকগুলোর একটি তালিকা দেওয়া হলো, যা স্পষ্টভাবে প্রতিটি ম্যাচের তথ্য তুলে ধরেছে: 

যশস্বী জয়সওয়ালের আইপিএল কেরিয়ারে সবচেয়ে ধীরগতির অর্ধশতকগুলো

অর্ধশতকের জন্য বল প্রতিপক্ষ দল স্থান বছর
৪০ বল পাঞ্জাব কিংস (PBKS) চণ্ডীগড় ২০২৫*
৩৯ বল চেন্নাই সুপার কিংস (CSK) মুম্বই ২০২২
৩৫ বল পাঞ্জাব কিংস (PBKS) ধর্মশালা ২০২৩
৩৪ বল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) হায়দরাবাদ ২০২৩

এই ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৫ রান তোলে ৪ উইকেট হারিয়ে। যশস্বীর পাশাপাশি সঞ্জু স্যামসন ২৬ বলে ৩৮ রান ও রিয়ান পরাগ ২৫ বলে ৪৩ রান করেন। শিমরন হেটমায়ার করেন ১২ বলে ২০ রান।

আরও পড়ুন- বদলার ম্যাচের আগে বাগানে ফের ইনজুরির শঙ্কা, সেমিফাইনালের দ্বিতীয় লেগেও অনিশ্চিত তারকা ফুটবলার

এতসব সত্ত্বেও, রাজস্থানের তারকা ব্যাটার যশস্বীর ধীরগতির অর্ধশতক নিয়ে চলছে তুমুল আলোচনা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, পাওয়ারপ্লের সুবিধা না নিতে পারায় চাপ পড়ে যায় মিডল ওর্ডারে। তাই ভবিষ্যতে আরও বেশি স্ট্রাইক রেট বজায় রাখা জরুরি হবে এই তারকা ক্রিকেটারের জন্য।

cricket Cricket News Indian Premier League (IPL) Rajasthan Royals Punjab