Advertisment

PAK vs BAN Match Free Tickets: ১৫ টাকার টিকিটেও স্টেডিয়াম ফাঁকা, পাকিস্তান-বাংলাদেশ টেস্টে দর্শক টানতে ফ্রি টিকিটের ঘোষণা

Bangladesh tour to Pakistan: রাওয়ালপিন্ডির এই সবুজাভ পিচেই বাবর আজম পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্যাচে শূন্য রানে আউট হলেন। যা একদিক থেকে রেকর্ড বলা চলে। এমনিতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম আইসিসির বিচারে বিশ্বসেরা ব্যাটসম্যান। কিন্তু, সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তিনি ফর্মে নেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
PAK, BAN, পাকিস্তান, বাংলাদেশ

পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট ঘিরে আগ্রহ নেই (টুইটার)

PAK vs BAN Match Tickets: রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি হচ্ছিল ১৫ টাকায়। তবে তাতেও সাড়া মিলছে না দর্শকদের তরফে। প্রায় ফাঁকা স্টেডিয়ামে খেলতে হচ্ছে দুই দলকে। তাই টেস্টের বাকি দুই দিনে শনি-রবিবার লোক টানার জন্য বড় ঘোষণা করল পিসিবি। একদম ফ্রিতেই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisment

পিসিবি শুক্রবারই জানিয়ে দিল, জাতীয় পরিচয় পত্র নিয়ে স্টেডিয়ামে সরাসরি প্রবেশ করা যাবে। দর্শকরা ফ্রিতে মাঠে প্রবেশ করে ইমরান খান অথবা জাভেদ মিয়াঁদাদের নামাঙ্কিত ভিআইপি এনক্লোজারের যে কোনও সিট থেকে খেলা উপভোগ করতে পারবেন। এই অফার মিরা বক্স, শোয়েব আখতার, সোহেল তনভির, ইয়াশির আরাফাত- যে কোনও প্রিমিয়াম স্ট্যান্ড থেকেও ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে ফ্রিতে প্রবেশকারীরা প্ল্যাটিনাম বক্স অথবা পিসিবি গ্যালারির যে টিকিট বিক্রি হয়ে গিয়েছে, সেখানে ম্যাচ দেখতে পারবেন না।

পিসিবির তরফে জানানো হয়েছে, যে সমর্থকরা চতুর্থ এবং পঞ্চম দিনের টিকিট কেটেছেন, তাঁদের পুরো রিফান্ড দেওয়া হবে। এক্সপ্রেস সেন্টার থেকে যে সমর্থকরা টিকিট কিনেছেন তাঁদের সেই স্থানে টিকিট দেখিয়ে রিফান্ডের টাকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের খেলা দেখাতে চাইছে না কোনও বিদেশি টিভি! বিশাল আর্থিক ক্ষতিতে কেঁপে গেল পাক বোর্ড

এদিকে, ম্যাচে পাকিস্তান বড়সড় টার্গেট খাড়া করে ইনিংসে ডিক্লেয়ার করেছিল। তবে বাংলাদেশও পাল্টা টক্কর দিচ্ছে। সাদমান ইসলাম এবং মুমিনুল হক হাফসেঞ্চুরি করার পর জোড়া হাফসেঞ্চুরি করে ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। সাকিব আউট হওয়ার পর মুশফিকুর এবং লিটন ৯৮ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। বাংলাদেশ দিনের শেষে ৩১৬/৫। পাকিস্তানের থেকে প্ৰথম ইনিংসে বাংলাদেশ এখনও ১৩২ রানে পিছিয়ে রয়েছে।

Bangladesh Cricket pakistan Pakistan Cricket Team Bangladesh Cricket Team Pakistan Cricket
Advertisment