Advertisment

Pakistan Cricket Team-Babar Azam: শাহিনকে নেতৃত্ব থেকে হঠাল পাকিস্তান, টি২০ বিশ্বকাপের আগেই নতুন নেতার ঘোষণা গ্রিন আর্মিদের

PCB sacks Shaheen Afridi from Pakistan captaincy: বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করার পিছনে অন্যতম যুক্তি ছিল, পিএসএল-এ লাহোর কালান্ডার্স ফ্র্যাঞ্চাইজিকে দুবার চ্যাম্পিয়ন করার কৃতিত্ব। বাবর আবার বিশ্বকাপে নেতা হয়ে শোচনীয় ব্যর্থ হয়েছিলেন। প্রথম দুই ম্যাচে পাকিস্তান জয় পেলেও বিশ্বকাপের মাঝপথে পুরো খেই হারিয়ে ফেলে পাকিস্তান। টানা চারটে ম্যাচ হারতে হয় তাঁদের। এমনকি ওয়ানডেতে প্ৰথমবার আফগানিস্তানের কাছেও হার হজম করতে হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
pakistan-cricket-team

পাকিস্তান ক্রিকেট টিম (টুইটার)

Pakistan Cricket Team, Babar Azam, Shaheen Afridi: মাত্র কয়েক মাসের ব্যবধান। ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। শাহিন আফ্রিদিকে নেতা করা হয়েছিল। তবে টি২০ বিশ্বকাপের ঠিক আগেই ফের নেতা বদলাল পাক ক্রিকেট। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বাবর আজমকে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের (ওয়ানডে এবং টি২০) ক্যাপ্টেন ঘোষণা করে দিলেন।

Advertisment

এর আগে যখন বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলা হয়েছিল, সেই সময় পিসিবি চেয়ারম্যান ছিলেন জাকা আশরাফ। নকভি দায়িত্ব নেওয়ার পর বাবরকে পুরোনো সিংহাসন ফিরিয়ে দিলেন।

বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করার পিছনে অন্যতম যুক্তি ছিল, পিএসএল-এ লাহোর কালান্ডার্স ফ্র্যাঞ্চাইজিকে দুবার চ্যাম্পিয়ন করার কৃতিত্ব। বাবর আবার বিশ্বকাপে নেতা হয়ে শোচনীয় ব্যর্থ হয়েছিলেন। প্রথম দুই ম্যাচে পাকিস্তান জয় পেলেও বিশ্বকাপের মাঝপথে পুরো খেই হারিয়ে ফেলে পাকিস্তান। টানা চারটে ম্যাচ হারতে হয় তাঁদের। এমনকি ওয়ানডেতে প্ৰথমবার আফগানিস্তানের কাছেও হার হজম করতে হয়।

সেই সময় পরিস্থিতি আগাম আঁচ করতে পেরেই বাবর পদত্যাগ করেন নেতৃত্ব থেকে।

আরও পড়ুন: হোঁচট খেতে খেতে ইংরেজি উচ্চারণ! বাংলাদেশি সাংবাদিককে আন্তর্জাতিক স্তরে বেইজ্জত বিদেশি ক্রিকেটারদের, রইল ভিডিও

তবে জাতীয় দলের নেতা হয়ে সেই ম্যাজিক ধরে রাখতে পারেননি পাক পেসার শাহিন আফ্রিদিও। নিউজিল্যান্ডের কাছে টি২০ সিরিজে ১-৪ ব্যবধানে হারতে হয়েছে পাকিস্তানকে। পিএসএলে সদ্য শেষ হওয়া সিজনে লাহোর এবার শেষ স্থান পেয়েছে।

বাবর সরে যাওয়ার পর টি২০-র নেতা হয়েছিলেন শাহিন। টেস্টে অধিনায়ক শন মাসুদ। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাসুদ। বাবর সরে যাওয়ার পর ওয়ানডেতে সরকারিভাবে কোনও নেতা ঘোষণা হয়নি। তবে ফের বাবর ফিরে পেলেন ছেড়ে যাওয়া আসন।

বাবরের নেতৃত্বে পাকিস্তান ২০২২-এ টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। এবার টি২০-র মেগা ইভেন্ট শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রে। বাবর নেতা হয়ে পাকিস্তানকে ফের চ্যাম্পিয়ন করতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে সকলের।

Shaheen Afridi Babar Azam pakistan Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment