২০২০ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল পাকিস্তান। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে উপমহাদেশের সেরা ক্রিকেটীয় লড়াইয়ের দায়িত্ব সঁপে দিয়েছে। কিন্তু এখন একটাই প্রশ্ন আদৌ টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হবে তো! এর উত্তর নেই খোদ এসিসি-র কাছেও। চলতি বছরের মতো ফের একবার সংযুক্ত আরব আমিরশাহিতেই এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
আইসিসি-অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে তারা ‘ঢাকা ট্রিবিউন’কে উদ্ধৃত করেছে।, এসিসি-র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলছেন, “পরেরবার এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব দেওয়া হয়েছে পাকিস্তানকে। তারা টুর্নামেন্ট আয়োজন করবে কি করবে না সেটা তাদের বিষয়। ভারতও শেষবার এই টুর্নামেন্টে আয়োজন করেছিল। কিন্তু খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে।”
আরও পড়ুন: শেষ বলে ভারতের রুদ্ধশ্বাস জয়, ৩ উইকেটে জিতে এশিয়া কাপ ঘরেই রাখল দল
২০১৮-তে ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দু’দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেই টুর্নামেন্ট সরে যায় মরুদেশে। এখন দেখার আগামী দু’বছরের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক স্থাপিত হয়ে ওঠে কি না! আর সেটা নাহলে ফের পাকিস্তানের ‘সেকেন্ড হোম’ আরবেই হবে খেলা। ২০২০ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। আইসিসি টি-২০ বিশ্বকাপের ঠিক এক মাস খাবে। আর এবারের টুর্নামেন্ট হবে টি-২০ ফর্ম্যাটে।এশিয়া কাপে ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছর পঞ্চাশ ওভারের খেলা হয়েছিল। বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার ভারত।