PCB to accept BCCI's hybrid model for Champions Trophy 2025: ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি সংঘাতে সম্ভাব্য সমাধান হাইব্রিড মডেল-ই! ভারতের চাপের কাছে নতি স্বীকার করে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি কার্যত স্বীকার করেই নিলেন, ক্রিকেটের জয়ী হওয়া প্রয়োজন।
ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল থিওরি শুরুতে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আগের সেই স্ট্যান্স থেকে সরে আসার বার্তা দিয়ে মহসিন নকভি অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর দুবাইয়ে কার্যত হাইব্রিড মডেল থিওরিতেই কনফার্ম করেছেন।
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারিতে আয়োজিত হওয়ার কথা। তবে ভারত-পাকিস্তান জটিলতায় এখনও টুর্নামেন্টের সূচি দিনক্ষণ প্রকাশ করতে পারেনি আইসিসি। যুব এশিয়া কাপে ভারতকে ৪৩ রানে হারানোর পর পাকিস্তানের জয় উদযাপন করার মঞ্চে মহসিন নকভি সাংবাদিকদের বলে দিয়েছেন, "বেশি কিছু বলব না, তাতে পরিস্থিতি বিগড়ে যাবে। আমাদের দৃষ্টিভঙ্গির কথা আইসিসিকে আমরা জানিয়েছি। ভারত জানিয়েছে ওঁদের বক্তব্য। চেষ্টা করা হচ্ছে যাতে সকলের জন্যই জয়ী-জয়ী পরিস্থিতি তৈরি করা যায়।"
আরও পড়ুন: গ্রেফতার বিশ্বের ১ নম্বর ওয়ানডে বোলার! গড়াপেটায় তছনছ করা অভিযোগে তোলপাড় বিশ্ব
"দিনের শেষে ক্রিকেট জিতুক। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল সম্মানের সঙ্গে আমরা ক্রিকেটের জন্য সর্বোত্তম পথই নিতে চলেছি। যে ফর্মুলাই আমরা নিই না কেন, তাতে যেন সকলের সম্মতি থাকে। পাকিস্তানের সম্মান যেন সুরক্ষিত থাকে। ক্রিকেটের জয়ের নিশ্চয়তা সুরক্ষিত করতে হবে। তবে দেখতে হবে পাকিস্তানের সম্মানও যেন বজায় থাকে।"
পাকিস্তান এর আগে সরাসরি বলে দিয়েছিল, পুরো টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে না দেওয়া হলে এবং ভারতের হাইব্রিড মডেল থিওরিতে অনড় থাকলে টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটবে পাকিস্তান। হাইব্রিড মডেল নিয়ে এবার নকভি বলেছেন, "দেখা যাক কী হয়! এক পাক্ষিক যেন কোনও সিদ্ধান্ত নেওয়া না হয়, সেটা দেখা আমার কর্তব্য। এমনটা যেন না হয় যে আমরাই কেবল ভারতে যাব, ওঁরা আমাদের দেশে আসবে না। সকলের সমান মতামত নিয়ে বিষয়টির নিষ্পত্তি করাই লক্ষ্য।"
কয়েকদিনের মধ্যেই আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। অনেকেই বলছেন আইসিসিতে এবার ভারতের নিরঙ্কুশ ক্ষমতা প্রদর্শিত হবে। শুক্রবার আইসিসি বৈঠকের আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।
মহসিন নকভি বলেছিলেন, "আমরা আমাদের স্ট্যান্স নিয়ে এখনও অনড়। আমরাই কেবল ভারতে খেলতে যাব, ওঁরা এখানে আসবে না। এটা মেনে নেওয়া যায় না। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তাতে যদি সাম্য না থাকে, তা মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আইসিসিকে স্পষ্টভাবে এই বার্তা দিয়েছি। আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা জানিয়ে দেওয়া হবে।"
২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আগে ভারতের কাছে ৮ উইকেটে হার হজম করেছিল। সর্বশেষ টি২০ বিশ্বকাপেও নিউ ইয়র্কে গ্রুপ পর্বে মোকাবিলা করে দুই দল। ভারতের কাছে ৬ রানে হারতে হয় পাক দলকে।