মৌ স্বাক্ষর করেও ভারত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তানের সঙ্গে। এর ফলে পাকিস্তানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে যায়। এই মর্মেই পিসিবি ৭০ লক্ষ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিল বিসিসিআই-এর কাছে। মঙ্গলবার আইসিসি খারিজ করে দিল পিসিবি-র এই দাবি।
২০১৪ সালে বিসিসিআই ও পিসিব-র মধ্য়ে একটি মৌ স্বাক্ষরিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে, ২০১৫-২০২৩-এর মধ্যে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কিন্তু ২০১২-১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। সেসময় সীমিত ওভারে ছোট্ট সফরে ভারতে এসেছিল পাকিস্তান। এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত-পাক সিরিজের অনুমোদন মেলে না। এমনকি সদ্যসমাপ্ত এশিয়া কাপও ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়েছিল এই কারণে। এখন এই দুই দেশ শুধু আইসিসি-র কোনও ইভেন্টেই মুখোমুখি হয়। ২০১৬-তে শেষবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান।
আরও পড়ুন: পিচে হাঁটল পাকিস্তান, ভারতের খাতায় ১০ রান
পিসিবি ৭০ লক্ষ মিলিয়ন ডলারের দাবি আইসিসি-র ডিসপিউট রেসোলিউশন কমিটি (ডিআরসি) খারিজ করে দিয়েছে। আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে এই রিপোর্টও পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, তিন দিন ধরে এই মামলার শুনানি হয়েছে। মৌখিক ও লিখিত ভাবেই বিস্তারিত পেশ করা হয়ছিল আইসিসি-র কাছে। তারা সবটা খতিয়ে দেখেই পিসিবি-র দাবি খারিজ করে জানিয়ে দিয়েছে যে, এ বিষয়ে আর কোনও আবেদন করা যাবে না। আইসিসি-র এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই হতাশ হয়েছে পাকিস্তান।
পাকিস্তানকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক ইমরান খান এখন সেদেশের মসনদে। প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাইশ গজে ভারত-পাকিস্তানের মধ্যে ফের সুসম্পর্ক স্থাপনে তিনি নিজেও আগ্রহী। পিসিবি-র চেয়ারম্যান এহসান মনিই সেকথা বলেছিলেন কিছুদিন আগে। এখন দেখার ফের করে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়!