Advertisment

ভারতের কাছে ফের ক্রিকেটে হার পাকিস্তানের, এবার আইসিসি-র দফতরে

মৌ স্বাক্ষর করেও ভারত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তানের সঙ্গে। এর ফলে পাকিস্তানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে যায়। এই মর্মেই পিসিবি ৭০ লক্ষ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করে ভারতের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Pakistan

বোর্ডের কাছে ৭০ মিলিয়ন ডলারের দাবি পিসিবি-র, খারিজ আইসিসি-র (ছবি টুইটার)

মৌ স্বাক্ষর করেও ভারত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তানের সঙ্গে। এর ফলে পাকিস্তানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে যায়। এই মর্মেই পিসিবি ৭০ লক্ষ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিল বিসিসিআই-এর কাছে। মঙ্গলবার আইসিসি খারিজ করে দিল পিসিবি-র এই দাবি।

Advertisment

২০১৪ সালে বিসিসিআই ও পিসিব-র মধ্য়ে একটি মৌ স্বাক্ষরিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে, ২০১৫-২০২৩-এর মধ্যে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। কিন্তু ২০১২-১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। সেসময় সীমিত ওভারে ছোট্ট সফরে ভারতে এসেছিল পাকিস্তান। এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত-পাক সিরিজের অনুমোদন মেলে না। এমনকি সদ্যসমাপ্ত এশিয়া কাপও ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়েছিল এই কারণে। এখন এই দুই দেশ শুধু আইসিসি-র কোনও ইভেন্টেই মুখোমুখি হয়। ২০১৬-তে শেষবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান।

আরও পড়ুন: পিচে হাঁটল পাকিস্তান, ভারতের খাতায় ১০ রান

পিসিবি ৭০ লক্ষ মিলিয়ন ডলারের দাবি আইসিসি-র ডিসপিউট রেসোলিউশন কমিটি (ডিআরসি) খারিজ করে দিয়েছে। আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে এই রিপোর্টও পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, তিন দিন ধরে এই মামলার শুনানি হয়েছে। মৌখিক ও লিখিত ভাবেই বিস্তারিত পেশ করা হয়ছিল আইসিসি-র কাছে। তারা সবটা খতিয়ে দেখেই পিসিবি-র দাবি খারিজ করে জানিয়ে দিয়েছে যে, এ বিষয়ে আর কোনও আবেদন করা যাবে না। আইসিসি-র এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই হতাশ হয়েছে পাকিস্তান।

পাকিস্তানকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক ইমরান খান এখন সেদেশের মসনদে। প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাইশ গজে ভারত-পাকিস্তানের মধ্যে ফের সুসম্পর্ক স্থাপনে তিনি নিজেও আগ্রহী। পিসিবি-র চেয়ারম্যান এহসান মনিই সেকথা বলেছিলেন কিছুদিন আগে। এখন দেখার ফের করে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়!

cricket pakistan BCCI
Advertisment