টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার ঐতিহাসিক সোনা জয় সেলিব্রেট করার জন্য এবার অভিনব উদ্যোগ নিল গুজরাটের ভারুচ জেলার এক পেট্রোল পাম্প। নাম নীরজ হলেই সেই পাম্পে বিনামূল্যে পেট্রোল পাওয়া যাবে।
ভারুচের নেতরং শহরে সেই পেট্রোল পাম্পের পাশে বিশাল পোস্টার টাঙিয়ে জনসাধারণকে জানানো হচ্ছে, নিজস্ব আইডি কার্ড দেখিয়ে যেন পাম্প থেকে বিনামূল্যে পেট্রোল সংগ্রহ করেন। এমন ঘোষণার পরে এখনও পর্যন্ত মোট ২৮ জন ৫০১ টাকার পেট্রোল সংগ্রহ করেছেন। এমনটাই সংবাদসংস্থাকে জানিয়েছেন, পাম্পের মালিক।
আরও পড়ুন: নীরজের সোনার হাত ফিরিয়ে ‘হিরো’ এই চিকিৎসক! প্রকাশ্যে এল অতীতের বীরগাথা
এদেরই মধ্যে একজন ভাগ্যবান ক্রেতা হলেন পার্শ্ববর্তী কোসাম্বা শহরের নীরজসিং সোলাঙ্কি। তিনি বলেছিলেন, "আমার এক বন্ধুর কাছে এই অফারের কথা জানতে পেরেই পেট্রোল নিতে চলে এসেছি। আমার সমনামী এক ব্যক্তি অলিম্পিকে সোনা জিতেছে। এটা আমার কাছেও বিশাল গর্বের বিষয়।"
নেতরং শহরের অন্য এক ক্রেতা নীরজ প্যাটেল জানিয়েছেন, "পেট্রোল পাম্প মালিকের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নীরজ চোপড়া প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছেন। এটা আমার সৌভাগ্য যে ওঁর মত এক প্রতিভাবান ক্রীড়াবিদের নামেই আমার পরিচয়।"
আরও পড়ুন: ‘সোনার ছেলে’র জন্য পুরস্কারের ছড়াছড়ি, কোটি কোটি টাকায় ভাসবেন নীরজ
এদিকে, জুনাগড়ে গির্নার রোপওয়ে সার্ভিসের তরফেও ঘোষণা করা হয়েছে, নীরজ নামের ব্যক্তিরা অগাস্টের ২০ তারিখ পর্যন্ত ফ্রি-তে রোপওয়ে চড়তে পারবেন।
গত ৭ অগাস্ট নীরজ চোপড়া ইতিহাস গড়েন ট্র্যাক এন্ড ফিল্ডে ভারতের হয়ে প্রথমবার পদক জিতে। তাও আবার সোনা!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন