Advertisment

Physical altercation in BPL: বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠেই ক্রিকেটারদের ধাক্কাধাক্কি, দেখুন কলঙ্কজনক সেই দৃশ্য

Match between Sylhet Strikers and Khulna Tigers: খেলছিল, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স। ইনিংসের ১৭তম ওভারে সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম- খুলনা টাইগার্সের ব্যাটার নওয়াজকে আউট করেন। তারপরই ঘটনাটি ঘটে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Md Nawaz and Tanzim Hasan Sakib: ম্যাচের সেই বিতর্কিত মুহূর্তগুলো

Md Nawaz and Tanzim Hasan Sakib: ম্যাচের সেই বিতর্কিত মুহূর্তগুলো।(ছবি- স্ক্রিনগ্যাব)

Physical altercation between Md Nawaz and Tanzim Hasan Sakib: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন পাকিস্তানের মহম্মদ নওয়াজ ও বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। শুরুটা সাকিবই করেছিলেন। নওয়াজকে আউট করে বিদায় জানানোর বা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ভঙ্গি দেখান। পাশাপাশি, ক্রিজে নওয়াজের উলটো দিক থেকে হেঁটে এসে সাকিবকে কিছু বলতেও দেখা যায়। এরপরই সাকিবের কাঁধে জোরে ধাক্কা মারেন নওয়াজ। তাঁর দিকে রুখে যাওয়ার ভঙ্গিমায় এগিয়ে যান। বাংলাদেশের পেসার পালটা কিছু বলতে থাকেন। কিছুটা দূর এগিয়ে গিয়ে ঘুরে আসেন নওয়াজের দিকে। তাঁকে দেখা যায়, মুখোমুখি দাঁড়িয়ে উত্তেজিত ভঙ্গিমায় নওয়াজকে কিছু বলছেন। আর, ওই ব্যাটারকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করছেন।

Advertisment

পরিস্থিতি বেগতিক দেখে আম্পায়ার এবং অন্যান্য খেলোয়াড়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ঝামেলা মেটানোর চেষ্টা চালান। নওয়াজ এবং সাকিবকে উলটো দিকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনা বিপিএলে ক্রিকেটারদের অক্রিকেটীয় আচরণ বা শারীরিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ার নতুন উদাহরণ তৈরি করল। এবার যে ম্যাচ ঘিরে এই পরিস্থিতি তৈরি হল, সেখানে খেলছিল সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স। ইনিংসের ১৭তম ওভারে সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম- খুলনা টাইগার্সের ব্যাটার নওয়াজকে আউট করেন। তারপরই ঘটনাটি ঘটে। 

ঘটনার সময় তানজিমের ধীরগতির বল নওয়াজ বুঝতে পারেননি। তাতেই তিনি আউট হয়ে যান। নওয়াজ ওই বল থার্ড ম্যানের দিকে মারেন। কিন্তু, ব্যাটের সঙ্গে বলের ঠিকমতো সংযোগের সমস্যায় বলটা ক্যাচ হয়ে যায়। সহজ এই ক্যাচ ধরতে সিলেট স্ট্রাইকার্সের ফিল্ডার জাকির হাসানের কোনও সমস্যা হয়নি। নওয়াজকে এইভাবে আউট করার পরই তানজিমকে দেখা যায় বাম-হাতি ব্যাটারকে বিদায় জানাতে। এতেই নওয়াজ খেপে যান। তিনি উত্তেজিতভাবে তানজিমের কাঁধে নিজের কাঁধ দিয়ে জোরে ধাক্কা মারেন।

Advertisment

এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ৮ রানে জিতেছে। প্রথমে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে। রনি তালুকদার করেন ৫৬ রান। জাকির হাসান করেন ৭৫ রান। খুলনা টাইগার্সের হয়ে আবু হায়দার ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন। জবাবে জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে খুলনা টাইগার্স ডেথ ওভার পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। তাদের উইলিয়াম বোসিস্টো ৪৩ রান করেন। মহম্মদ নওয়াজ করেন ৩৩ রান। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২৮ রান। তাঁরা খুলনাকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালান। কিন্তু, শেষ পর্যন্ত সিলেটই ম্যাচটা জিতে যায়।

আরও পড়ুন- পঞ্জাবের লাগাম শ্রেয়সের হাতে, পুরোনো জুটি ফের একসঙ্গে, রোমাঞ্চিত পন্টিং

সিলেটের হয়ে তানিম হাসান সাকিব, রিস টপলি ও রুয়েল মিয়াঁ দুটি করে উইকেট নেন। বিপিএলে বর্তমান পয়েন্ট টেবিলে খুলনা টাইগার্স ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। আর, সিলেট স্ট্রাইকার্স ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

cricket Bangladesh pakistan Cricket News sports Bangladesh Premier League (BPL)
Advertisment