Shreyas Iyer to captain Punjab Kings: আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংস-এর অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার। গত বছর, সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় আইপিএল উপহার দিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স। তিনি হলেন ৮ম অধিনায়ক, যিনি আইপিএল জিতেছেন। গত নভেম্বরে আইপিএল ২০২৫ মেগা নিলামে পঞ্জাব কিংস আইয়ারকে কিনেছে। তারপরই ঠিক হয়েছে যে, আসন্ন আইপিএল ২০২৫ মরশুমে শ্রেয়সই পঞ্জাব কিংসের নেতৃত্ব দেবেন।
এই খবর পাওয়ার পর ৩০ বছর বয়সি মুম্বইকর পাঞ্জাব কিংস-এর ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, 'পঞ্জাব আমার ওপর আস্থা রেখেছে বলে আমি সম্মানিত। আমি কোচ পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবার দল বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে। এই দলের যথেষ্ট সম্ভাবনা আছে। এখানকার পারফরমাররা প্রমাণিত খেলোয়াড়। আমি আশা করি, এবার অন্তত পঞ্জাব শিরোপা জিতবে। সেটা হলে, এটাই হবে পঞ্জাবের প্রথম শিরোপা।'
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিন মরশুম কাটানোর পর এবার শ্রেয়সকে কেকেআর রিলিজ করে দিয়েছে। তারপরই তিনি আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দরপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে পঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পঞ্জাব তাঁকে নিলামে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে। আইপিএলে পঞ্জাব কিংস হল আইয়ারের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। ক্যাপ্টেন হিসেবে তাঁকে তৃতীয়বার আইপিএলে দেখা যাবে। ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে পথচলা শুরুর পর, আইয়ারকে ২০১৮ মরশুমে অধিনায়ক করা হয়েছিল। এরপর তিনি ২০২০ মরশুমে দিল্লি ক্যাপিটালসকে তাদের প্রথম আইপিএল ফাইনালে নেতৃত্ব দেন।
২০২৪ সালে টি২০ এবং টেস্ট দলে জায়গা হারলেও, আইয়ারের মরশুমটি অসাধারণ কেটেছে। তিনি রঞ্জি এবং ইরানি ট্রফিজয়ী মুম্বই দলে ছিলেন। তাঁর নেতৃত্বে মুম্বই ২০২৪ সালের ডিসেম্বরে তাদের দ্বিতীয় সৈয়দ মুশতাক আলি ট্রফি জিতেছে। আইয়ার টুর্নামেন্টে ১৮৮.৪২ স্ট্রাইক রেটে ৩৪৫ রান করেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরিও আছে।
আরও পড়ুন- গোড়ালিতে চোট! তারপরও কামিন্স ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেনই পেল না অস্ট্রেলিয়া
পঞ্জাব কিংসে আইয়ারের কোচ থাকবেন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) প্রাক্তন প্রধান কোচ রিকি পন্টিং। ফলে, ডিসির পর এই কোচ-অধিনায়ক জুটি পিবিকেএস-এও একসঙ্গে দলের দায়িত্বে থাকবেন। এই ব্যাপারে পন্টিং বলেন, 'শ্রেয়সের খেলার প্রতি দুর্দান্ত একটা মন আছে। অধিনায়ক হিসেবে ওঁর দক্ষতা প্রমাণিত। ও দলকে ভালো ফলাফল দিতে সক্ষম। আইপিএলে অতীতে আমি আইয়ারের সঙ্গে দায়িত্বে ছিলাম। আবার ওঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ওঁর নেতৃত্বাধীন পিবিকেএসের প্রতিভাধরদের নিয়ে কাজ করতে চাই। আমি আসন্ন মরশুম নিয়ে রীতিমতো রোমাঞ্চিত।'