Advertisment

বাংলার মিষ্টিতেও এবার পিঙ্ক বল, সৌরভ বলছেন 'ওয়েলডান'

শুধু কলকাতাই নয়, রাজ্য়ের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়েছে 'গোলাপি' ঝড়। ভারতের প্রথম দিন-রাতের টেস্ট কার্যত উৎসবের চেহারা নিয়েছে। আর বাঙালির কাছে উৎসব মানেই মিষ্টিমুখ। পিঙ্ক বলের ছোঁওয়া লেগেছে সেখানেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Pink ball special sweets in westbengal for eden test

বাংলার মিষ্টিতেও এবার পিঙ্ক বল, সৌরভ বলছেন 'ওয়েলডান'

শুধু কলকাতাই নয়, রাজ্য়ের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়েছে 'গোলাপি' ঝড়। ভারতের প্রথম দিন-রাতের টেস্ট কার্যত উৎসবের চেহারা নিয়েছে। আর বাঙালির কাছে উৎসব মানেই মিষ্টিমুখ। পিঙ্ক বলের ছোঁওয়া লেগেছে সেখানেও।

Advertisment

ভবানীপুরের শ্রীকৃষ্ণ সুইটস থেকে রিষড়ার ফেলু মোদক। পিঙ্ক বল টেস্টের জন্য় তারা বানিয়েছেন বিশেষ মিষ্টিও। আর সেই ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট ও 'প্রিন্স অফ ক্য়ালকাটা' সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

আরও পড়ুন-ইডেনে বিরাট-রোহিতের সঙ্গে থাকতে পারেন ধোনিও

শ্রীকৃষ্ণ সুইটসের কর্মচারী গৌতম দাস বলছেন যে, তাঁদের 'পিঙ্ক বল বন বন সন্দেশ' বেশ ভালই বিক্রি হচ্ছে। ইডেন টেস্টের কথা মাথায় রেখেই এই মিষ্টি বানিয়েছেন তাঁরা। স্ট্রবেরি স্বাদের এই সন্দেশের দাম রাখা হয়েছে ২০ টাকা। মানুষের মধ্য়ে এই মিষ্টি নিয়ে একটা উৎসাহ রয়েছে।

আরও পড়ুন-কলকাতায় গোলাপি বলের বাজার: ইডেন টেস্ট কি আদৌ ফ্যাক্টর?

অন্য়দিকে ১৭১ বছরের পুরনো দোকান ফেলুমোদকের কাছে খবরই ছিল না যে, সৌরভ তাঁদের বিশেষ মিষ্টির ছবি শেয়ার করেছেন। দোকানের কর্ণধার অমিতাভ দে বলছেন," পিঙ্ক টেস্টের কথা মাথায় রেখেই আমরা এই স্ট্রবেরি ফ্লেভারের পিঙ্ক সন্দেশ বল করেছি। দাম ৩০-৩০০ টাকার মধ্য়ে। ভিতরে চকোলেট, কাজু, বাদাম ও আমন্ডের মিশ্রণে তৈরি হয়েছে। ভাল বিক্রি হচ্ছে।"

Sourav Ganguly Eden Gardens
Advertisment