Advertisment

'দয়া করে ধোনিকে জিজ্ঞাসা করুন', কোন প্রসঙ্গে এই কথা বললেন সৌরভ?

লন্ডনের মাটিতে বিশ্বকাপের পর তাঁকে আর দেশের জার্সিতে দেখা যায়নি। ধোনি আদৌ টি-২০ বিশ্বকাপে খেলবেন কি না সে ব্য়াপারে নিশ্চিত ভাবে বলতে পারছেন না স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও। 

author-image
IE Bangla Web Desk
New Update
Please ask MS Dhoni: Sourav Ganguly on MSD's participation in 2020 World T20

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্য়ত নিয়ে চূড়ান্ত একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। লন্ডনের মাটিতে বিশ্বকাপের পর তাঁকে আর দেশের জার্সিতে দেখা যায়নি। মাহি আদৌ টি-২০ বিশ্বকাপে খেলবেন কি না সে ব্য়াপারে নিশ্চিত ভাবে বলতে পারছেন না স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও।

Advertisment

রবিবার বিসিসিআইয়ের ৮৮ তম বার্ষিক সাধারণ বৈঠকে সৌরভের থেকে জানতে চাওয়া হয়েছিল ধোনি কি ২০২০-তে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন? সৌরভ সাফ জানিয়ে দেন,  “দয়া করে এমএস ধোনিকে জিজ্ঞাসা করুন।”

আরও পড়ুন-দেখুন ভিডিও: চ্যাম্পিয়নরা দ্রুত ফুরিয়ে যায় না, ধোনি প্রসঙ্গে বললেন সৌরভ

গত শুক্রবার সৌরভ যদিও বলেছিলেন যে, ধোনির ভবিষ্য়ত নিয়ে তাঁদের ভাবনাচিন্তা একদম স্বচ্ছ। ধোনি নিজেও বলেছেন যে, জানুয়ারির আগে তাঁকে যেন ভবিষ্য়ত নিয়ে কোনও প্রশ্ন না করা হয়। এ প্রসঙ্গে সৌরভ বলেছিলেন,"দেখি কী হয়! এখনও অনেক সময় আছে। আগামী তিন মাসের মধ্য়ে বিষয়টা পরিস্কার হয়ে যাবে। কিছু বিষয় থাকে যেটা প্রকাশ্য়ে বলা সম্ভব নয়। সময় আসলেই সেটা বোঝা যাবে।" ধোনিকে চ্য়াম্পিয়ন বলেই তাঁর প্রশংসা করেছেন সৌরভ। তাঁর সংযোজন, "ধোনির সঙ্গে বোর্ড ও নির্বাচকদের মধ্য়ে একটা স্বচ্ছতা রয়েছে। কিছু বিষয় বন্ধ দরজার মধ্য়েই রাখা উচিত। আমরা জানি কোথায় কী দাঁড়িয়ে রয়েছে।"

আরও পড়ুন-কেরিয়ারের সেরা দুই মুহূর্ত বেছে নিলেন ধোনি, যা তাঁর হৃদয়ে থাকবে আজীবন

বোর্ডের এজিএমের পর সৌরভ মুখ খুলেছিলেন কর্ণাটক প্রিমিয়র লিগের ম্য়াচ গড়াপেটা নিয়েও। দুর্নীতির অভিযোগ উঠলেই কোনও টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার বিরোধী তিনি। সৌরভ বলেন, “আমাদের দুর্নাীতির দমন শাখা বেশ শক্তপোক্ত। কোন ক্রিকেটারকে গড়াপেটার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন অভিযোগে কোনও টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া কঠিন। কেপিএল আপাতত স্থগিত রাখা হচ্ছে। যদি এই দুর্নীতি না থামে, তাহলে আমাদের অন্য কিছু ভাবতেই হবে।”

Sourav Ganguly MS DHONI
Advertisment