scorecardresearch

আমাদেরই ছেলে, খেয়াল রেখো! জাদেজাকে নিয়ে ধোনিকে বিরাট পরামর্শ স্বয়ং মোদিরই, ফাঁস ভিডিও

ধোনিই জাদেজাকে মোদির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন

আমাদেরই ছেলে, খেয়াল রেখো! জাদেজাকে নিয়ে ধোনিকে বিরাট পরামর্শ স্বয়ং মোদিরই, ফাঁস ভিডিও

২০১০-এ প্ৰথমবার রবীন্দ্র জাদেজা সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্ৰথম সাক্ষাৎকারেই কী নিয়ে আলোচনা হয়েছিল। তা নিয়ে মুখ খুললেন রবীন্দ্র জাদেজা। ফ্রি প্রেস জার্নাল-এ পোস্ট করা এক ভিডিওতে জাদেজাকে বলতে শোনা যাচ্ছে, “প্ৰথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় আহমেদাবাদে। সেই সময় উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।”

“সেই সময় মোতেরায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছিল। মাহি ভাই ক্যাপ্টেন ছিলেন দলের। ধোনিই আমাকে মোদির সঙ্গে আলাপ করে দিয়েছিলেন। মোদি সাহাব নিজেই বললেন, ‘ও আমাদেরই ছেলে। খেয়াল রেখো। এমন স্তরের এক ব্যক্তি যখন সামনাসামনি এসে এমন কথা বলেন, ব্যক্তিগত স্তরে, তখন অন্য ধরণের এক অনুভূতি হয়। উনি যখন এমনটা বললেন, খুব ভালো লাগছিল।” হালকা মেজাজে রসিকতার ছলে এমনটাই জানিয়েছিলেন মোদি।

আরও পড়ুন: ওঁরা মরে গিয়েছে! ‘যৌনাঙ্গ’ স্টেডিয়ামে হারের পরেই আর্জেন্টিনীয় সতীর্থদের নিয়ে বিষ্ফোরক মেসি

জাদেজার স্ত্রী রিভাবা সম্প্রতি জামনগর (উত্তর) কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। জাতীয় দলের তারকা অলরাউন্ডার কিছুদিন আগেই স্ত্রীর সঙ্গে অমিত শাহের ছবি শেয়ার করেছিলেন।

গত এশিয়া কাপের পর থেকেই জাদেজা চোটের কারণে জাতীয় দলের বাইরে। তারপর টি২০ বিশ্বকাপেও খেলতে পারেননি তারকা অলরাউন্ডার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Pm narendra modi introduction ms dhoni ravindra jadeja watch video