আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ জিতে নিয়েছে ভারত। বুধবার ছিল চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলা। কাটুনায়াকের এফটিজেড স্পোর্টস কমপ্লেক্সে ১৩ রানে জিতেছে হরমনপ্রীত কউর অ্যান্ড কোং। আর এই ম্যাচে নয়া রেকর্ড গড়লেন পুনম যাদব।
আগ্রার বছর চব্বিশের স্পিনার হয়ে গেলেন আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এদিন পুনম চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। তাঁর ঝুলিতে এখন ৫৭টি আন্তর্জাতিক টি-২০ উইকেট। পুনম টপকে গেলেন দেশের সিনিয়র পেসার ঝুলন গোস্বামীকে। ঝুলনের সংগ্রহে ছিল ৫৬টি উইকেট। ঝুলন ইতিমধ্যেই টি-২০ ফর্ম্যাট থেকে বিদায় নিয়েছেন। ফলে পুনমের রেকর্ডে এখন ভাগ বসানোর কেউ নই।
আরও পড়ুন: কেরিয়ারের সেরা নকেও দেশকে জেতাতে পারলেন না মিতালি
এদিন টস হেরে ব্যাট করতে নামে ভারত। তানিয়া ভাটিয়া (৩৫ বলে ৪৬), জেমিমা রডরিগেজ (১৫ বলে ৩৬) ও অনুজা পাটিলের (২৯ বলে ৩৬) ব্যাটে ভর করে ভারত নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা তিন বল বাকি থাকতে ১৫৫ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ স্কোর ইশানি লোকুসুরিয়াগে (৩১ বলে ৪৫)। ভারতের হয়ে পুনমের চার উইকেট ছাড়াও কউর ও রাধা যাদব দু’টি করে উইকেট পেয়েছেন। প্রথম ম্যাচে জয় ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বাকি সিরিজের জন্য়। এখন দেখার হরমনপ্রীতের টিমি ওয়ান-ডে-র পর টি-২০ ফর্ম্যাটেও জয় পায় কি না!