/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/ron.jpg)
উয়েফার অভিষেক টুর্নামেন্টেই বাজিমাত রোনাল্ডোর পর্তুগালের
উয়েফা নেশনস লিগ ছিনিয়ে নিল পতুর্গাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফার এই নতুন টুর্নামেন্টের শিরোপা জিতল। ২০১৬ সালে ইউরো কাপ জয়ী পর্তুগাল তিন বছর পর ফের উয়েফার কোনও টুর্নামেন্ট জিতল। অবশ্যই প্রথম দেশ হিসেবে উয়েফা নেশনস লিগ জিতল তারা।
⏱61’ GOOOLLOOOOOOOOOOOOOOOOOOOO!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! GOLOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO#PORxNED | 1-0 | #TodosPortugal#NationsLeague#UNLpic.twitter.com/D22AMOQCxt
— Portugal (@selecaoportugal) June 9, 2019
Recomeça a partida! Vamos, Portugal!#PORxNED | 0-0 | #TodosPortugal#NationsLeague#UNL
— Portugal (@selecaoportugal) June 9, 2019
⏱93’ É NOSSA!!!! Esta taça é de TODOS! SOMOS TODOS PORTUGAL!!! ORGULHO!#PORxNED | 1-0 | #TodosPortugal#NationsLeague#UNLpic.twitter.com/YAiTN9W1S6
— Portugal (@selecaoportugal) June 9, 2019
রবিবার রাতে পোর্তোয় অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের একমাত্র গোলটি করেন গঞ্জালো গুয়েদেস (৬৩ মিনিট)। ২০১৬ সালে পর্তুগালে ইউরো জয়ী দলের কোচ ছিলেন ফার্নান্দো স্যান্টোস। ক্যাপ্টেন ছিলেন রোনাল্ডোই। এবারও সেই একই জুটি বাজিমাত করল ইউরোপিয়ান ফুটবলের আসরে।
আরও পড়ুন: হ্যাটট্রিক করে দেশকে ফাইনালে তুললেন, রোনাল্ডো বুঝিয়ে দিলেন কেন তিনি পর্তুগিজ জাদুকর
এই মাঠেই রোনাল্ডোর হ্য়াটট্রিকে পর্তুগাল ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল। একাই দলকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। এই প্রথমবার উয়েফা এই নতুন টুর্নামেন্টে চালু করেছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে আরও বেশি অর্থবহ ম্যাচ করার জন্যই এই টুর্নামেন্টের ভাবনা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়েছে ইংল্যান্ড।