বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের পর্তুগাল দল বেছে নিলেন ফার্নান্দো স্যান্টোস। কিন্তু আশ্চর্যজনক ভাবে রাশিয়ার উড়ান ধরা হচ্ছে না দেশকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করা একাধিক ফুটবলারের।
নানি, রেনাতো স্যাঞ্চেজ, আন্দ্রে গোমেজ ও রিকার্ডো কার্ভালোদের পাশাপাশি দলে রাখা হয়নি এডারকেও, যাঁর গোলেই পর্তুগাল ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল আজ থেকে দুবছর আগে।
দেশের হয়ে ইতিহাস লেখা ইউরো চ্যাম্পিয়নদের না-নিয়ে দল করাটা অত্যন্ত কঠিন ছিল বলেই জানিয়েছেন স্যান্টোস। তাঁর মতে ইউরোর থেকে অনেক শক্তিশালী দলই বানিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে স্য়ান্টোস বলেছেন, “আমি জানতাম, পেশাদার হিসেবে আমার এই সিদ্ধান্তে সকলকে খুশি করতে পারব না। কিন্তু ব্যক্তিগত ভাবে আমার খারাপ লাগছে যে ইউরো চ্যাম্পিয়ন করা দলের অনেককে নিতে পারলাম না বিশ্বকাপে। একথা ঠিকই যে নানি, এডারের নাম পর্তুগিজ ফুটবলের ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু আমি বিশ্বকাপের জন্য সেরা দলটাই বেছে নিয়েছি।”
আরও পড়ুন, পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারেন রোনাল্ডো, বিশ্বাস মোরিনহোর
পর্তুগাল দল
গোলকিপার: অ্যান্থনি লোপেজ (লিঁয়), বেটো (গোজতেপে), রুই প্যাট্রিসিও (স্পোর্টিং)
ডিফেন্ডার: ব্রুনো আলভেস (রেঞ্জার্স), সেডরিক সোরেস (সাউদ্যাম্পটন), জোস ফন্তে (ডালিয়ান ইফাং), মারিও রুই (নাপোলস), পেপে (বেসিকতাস), রাফায়েল গুয়েরেইরো (ডর্টমুন্ড), রিকার্ডো পেরেইরা (পোর্তো), রুবেন ডায়াস (বেনফিকা)
মিডফিল্ডার: আদ্রিয়েন সিলভা (লেস্টার), ব্রুনো ফার্নান্ডেজ (স্পোর্টিং), জোয়াও মারিও (ওয়েস্ট হ্যাম), জোয়াও মটিনহো (মোনাকো), ম্যানুয়েল ফার্নান্ডেজ (লোকোমোটিভ মস্কো), উইলিয়াম কার্ভালো (স্পোর্টিং),
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা (এসি মিলান), বার্নাডো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ), এডার (লোকোমোটিভ মস্কো), গেলসন মার্টিন্স (স্পোর্টিং), গনজালো গুয়েদস (ভ্যালেন্সিয়া), রিকার্ডো কোয়ারেসমা (বেসিকতাস),